X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

শিক্ষক নিয়োগে অনিয়ম সহ্য করা হবে না: এমপি নিক্সন 

ফরিদপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২২, ২১:২৫আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ২১:২৫

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কোনও অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতি ও অনিয়ম করে অদক্ষ কাউকে শিক্ষক পদে নিয়োগ দিলে তার দ্বারা শিক্ষার্থী বা প্রতিষ্ঠানের কোনও কাজ হয় না।

তিনি বলেন, যেহেতু সরকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে অর্পণ করেছে, সেহেতু মেধাবী ও ভালো ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সময় শিক্ষক-কর্মচারী নিয়োগ হয়, তা নিয়ে নানা অভিযোগ ওঠে। নিয়োগের দায়িত্বে থাকা ব্যক্তিদের বলবো, নিয়োগের ক্ষেত্রে মেধাবীদের মূল্যায়ন করুন। অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করবো।

রবিবার (১৩ নভেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের কলেজপাড়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার পাঠদানের জন্য নতুন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দীর্ঘ ২৫ বছর ভাঙ্গার পৌর মেয়র হিসেবে সেবা দিয়ে আসছেন এ এফ এমডি রেজা। তার অবদানের কথা সবাই স্বীকার করবেন। তার পরিবার আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করলেও নাড়ির টানে তিনি এই বয়সেও সততার সঙ্গে দায়িত্বপালন করে যাচ্ছেন। তিনি জীবিত থাকতেই তার নামে বিদ্যালয়ের নাম রাখা হলো এ এফ এমডি রেজা উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয়টির নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাকে সর্বদা যাচাই-বাছাই করে মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আহ্বান জানান এমপি নিক্সন। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনারসহ সাত জনকে নিয়োগ কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়।

পৌর মেয়র এ এফ এমডি রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

 

/এএম/টিটি/
সম্পর্কিত
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে সরকার উদ্বিগ্ন: শিক্ষা উপদেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের চেয়ারম্যান তামিজী, সেক্রেটারি হামিদা
সর্বশেষ খবর
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়