X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষক নিয়োগে অনিয়ম সহ্য করা হবে না: এমপি নিক্সন 

ফরিদপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২২, ২১:২৫আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ২১:২৫

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কোনও অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতি ও অনিয়ম করে অদক্ষ কাউকে শিক্ষক পদে নিয়োগ দিলে তার দ্বারা শিক্ষার্থী বা প্রতিষ্ঠানের কোনও কাজ হয় না।

তিনি বলেন, যেহেতু সরকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে অর্পণ করেছে, সেহেতু মেধাবী ও ভালো ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সময় শিক্ষক-কর্মচারী নিয়োগ হয়, তা নিয়ে নানা অভিযোগ ওঠে। নিয়োগের দায়িত্বে থাকা ব্যক্তিদের বলবো, নিয়োগের ক্ষেত্রে মেধাবীদের মূল্যায়ন করুন। অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করবো।

রবিবার (১৩ নভেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের কলেজপাড়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার পাঠদানের জন্য নতুন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দীর্ঘ ২৫ বছর ভাঙ্গার পৌর মেয়র হিসেবে সেবা দিয়ে আসছেন এ এফ এমডি রেজা। তার অবদানের কথা সবাই স্বীকার করবেন। তার পরিবার আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করলেও নাড়ির টানে তিনি এই বয়সেও সততার সঙ্গে দায়িত্বপালন করে যাচ্ছেন। তিনি জীবিত থাকতেই তার নামে বিদ্যালয়ের নাম রাখা হলো এ এফ এমডি রেজা উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয়টির নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাকে সর্বদা যাচাই-বাছাই করে মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আহ্বান জানান এমপি নিক্সন। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনারসহ সাত জনকে নিয়োগ কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়।

পৌর মেয়র এ এফ এমডি রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

 

/এএম/টিটি/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!