X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ডেঙ্গুতে তরুণ ক্রিকেটারের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২২, ১৫:৩৭আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৫:৩৭

মাদারীপুরের শিবচরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাব্বি গাছি (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়। ৯ নভেম্বর তাকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে।

রাব্বি গাছি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় বেশবপুর গ্রামের জাহাঙ্গির গাছির একমাত্র ছেলে। তিনি ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে তার জ্বর হলে শিবচরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে টেস্টে ডেঙ্গু ধরা পড়লে ৯ নভেম্বর তাকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে।

পরিবারের সদস্যরা জানান, ক্রিকেট খেলার প্রতি তার ঝোঁক ছিল। ২০১৯ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বয়সভিত্তিক ক্রিকেটের বালক দলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং খেলায় অংশ নিতে সুইজারল্যান্ড গিয়েছিল। এ ছাড়া ক্রিকেট খেলতে ভারতও সফর করেছিল দলের সঙ্গে।

স্থানীয়রা জানান, ছেলেটি খেলাধুলা নিয়েই থাকতেন। বাড়িতে এলে এলাকার ছেলেদের নিয়ে খেলাধুলা করতেন। দুইবার বিদেশে গিয়েও খেলেছে। রাব্বির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাব্বির বাবা জাহাঙ্গীর গাছি বলেন, আমার ছেলে খেলাধুলায় ভালো ছিল। বিদেশে গিয়েও খেলেছে। ঘরভর্তি নানান ট্রফি পড়ে আছে। আমার রাব্বি নাই।

রব্বির চাচাতো ভাই সাংবাদিক হায়দার আলী বলেন, গত সপ্তাহে রাব্বির ডেঙ্গু হলে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। গত রাতে সে মারা গেছে। বুধবার দুপুর ২টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

/এফআর/
সম্পর্কিত
ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণে, বেড়ে গেলে কঠিন হতে পারে: বিশেষ সহকারী
জুলাইয়ের ৩ দিনে হাজারেরও বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে
বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি