X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসে পদ্মা সেতু দেখতে মানুষের ঢল

সুমিত সরকার সুমন, মুন্সীগঞ্জ
১৬ ডিসেম্বর ২০২২, ২১:৩৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ২১:৩৯

মহান বিজয় দিবসের ছুটিতে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ঢল নেমেছে দর্শনার্থীদের। মাওয়া প্রান্তের বিভিন্ন পয়েন্টে ঘুরেছেন তারা। কেউ কেউ ট্রলার নিয়ে ছুটে গেছেন পদ্মা সেতু কাছে। আনন্দ-উল্লাসে মেতেছেন সবাই। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরের পর থেকে মাওয়া প্রান্তে আসতে শুরু করেন দর্শনার্থীরা। সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মাওয়া ঘাট এলাকা। এ সময় ঘাটের দুই কিলোমিটারজুড়ে মানুষের স্রোত দেখা যায়।

দর্শনার্থীদের মধ্যে কেউ সেতুর ছবি তুলেছেন, কেউ সেতুর সঙ্গে সেলফি তুলছেন, আবার কেউ কেউ পদ্মা সেতু দেখেছেন। অনেকে ট্রলার কিংবা নৌকায় করে খুব কাছ থেকে দেখেছেন নদী ও পদ্মা সেতুর সৌন্দর্য। 

স্থানীয় সূত্র জানায়, সপ্তাহের বৃহস্পতিবার, পদ্মা সেতু খুলে দেওয়ার পর শুক্রবার ও শনিবারসহ ছুটি কিংবা উৎসবের দিনগুলোতে দর্শনার্থীদের ভিড় জমে মাওয়া প্রান্তে। দর্শনার্থীদের যাতায়াত ঘিরে মাওয়া প্রান্তে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল-রেস্টুরেন্ট। ফলে জাতীয় উৎসবের দিনগুলোতে মানুষের ঢল নামে। ঘণ্টার পর ঘণ্টা আনন্দে মেতে থাকেন তারা। দর্শনার্থীদের অধিকাংশই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসেন। এজন্য ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল-রেস্টুরেন্টে বেচাকেনার ধুম পড়ে যায়।

মাওয়া প্রান্তের বিভিন্ন পয়েন্টে ঘুরেছেন দর্শনার্থীরা

এরই ধারাবাহিকতায় শুক্রবার বিজয় দিবসের ছুটিতে মাওয়া প্রান্তে ঢল নেমেছে দর্শনার্থীদের। বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশি পর্যটকদেরও আগমন ঘটেছে। অনেকে স্পিডবোট ও ট্রলারে পদ্মা সেতুর কাছে গিয়ে ছবি তুলেছেন। কেউ কেউ নদীর পাড়ে ঘুরেছেন ঘণ্টার পর ঘণ্টা।

দোহার থেকে সপরিবারে ঘুরতে আসা বাপ্পি মিয়া বলেন, ‘আমি ব্যবসা করি। বিজয় দিবসের ছুটিতে পরিবার নিয়ে পদ্মা সেতু এলাকায় ঘুরতে এলাম। এখানে এসে কাছ থেকে স্বপ্নের পদ্মা সেতু দেখলাম। যাওয়ার সময় হিলশা প্রজেক্ট রেস্তোরাঁয় খাবার খাবো। অনেক আনন্দ করেছি আমরা।’

ঢাকার রামপুরা থেকে সপরিবারে ঘুরতে আসা সঞ্জয় দাস বলেন, ‌‘বিজয় দিবসের ছুটিতে গ্রামের বাড়ি এসেছি। তাই প্রথমবারের মতো পরিবার নিয়ে স্বপ্নের পদ্মা সেতু দেখতে এলাম। পরিবারের সবাইকে নিয়ে ট্রলারে করে সেতুর কাছে গিয়েছিলাম, ছবি তুলেছিলাম। অনেক ভালো লেগেছে।’

মাওয়া ঘাটের ট্রলারচালক মো. সুমন মিয়া বলেন, ‘আজ পদ্মা সেতু দেখতে হাজার হাজার লোকজন এসেছেন। অনেকে ট্রলারে পরিবারের লোকজন নিয়ে সেতুর কাছাকাছি গিয়ে ছবি তুলেছেন। আজ আয়-রোজগার ভালোই হয়েছে।’

দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মাওয়া ঘাট এলাকা

মাওয়া ঘাটের পদ্মা রেস্টুরেন্টের মালিক মো. কিশোর বলেন, ‘অন্যান্য দিনের তুলনায় আজ দর্শনার্থীর সংখ্যা বেশি ছিল। বিজয় দিবসের ছুটিতে হাজার হাজার দর্শনার্থী ঘুরতে এসেছেন। ঘোরাঘুরি শেষে পদ্মার ইলিশ দিয়ে ভাত খেয়েছেন অনেকে। বেচাকেনা আজ বেশি হয়েছে।’ 

মাওয়া ঘাটের ঝালমুড়ি বিক্রেতা আব্দুর রহমান বলেন, ‘আজ ঘাটে প্রচুর দর্শনার্থী এসেছেন। সেজন্য অন্যান্য দিনের তুলনায় বিক্রি বেশি হয়েছে।’

মুন্সীগঞ্জ ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল বলেন, ‘আমরা সবসময় দর্শনার্থীদের নিরাপত্তায় নিয়োজিত আছি। ঘাট এলাকা অরক্ষিত হলেও এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ বিজয় দিবসের ছুটিতে ২০-২৫ হাজার দর্শনার্থী এসেছেন। কারও কোনও ধরনের সমস্যা হয়নি। এমনকি আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি।’

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমেও শীতল করমজল!
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
মুজিবনগর-আমঝুপি নীলকুঠিতে দর্শনার্থীদের ভিড়
সর্বশেষ খবর
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা