X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, যান চলাচল ব্যাহত

মাদারীপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২২, ১১:৪২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১১:৪২

পৌষের তৃতীয় দিন আজ। সারাদেশে দেশের তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ঘন কুয়াশা। মধ্যরাত থেকে সকাল ৯টা-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সামনে কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না। তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে মাদারীপুরের বিভিন্ন চরাঞ্চলের দুস্থ ও ছিন্নমূল মানুষ। কোনোরকমে শীত থেকে নিজেদের রক্ষার চেষ্টা করছেন তারা। কেউ খড়কুটো জ্বালিয়ে আগুনের পাশে বসে শীত নিবারণ করছেন।

শনিবার মধ্যরাত থেকে কুয়াশা পড়তে শুরু করে। রবিবার (১৮ ডিসেম্বর) ভোরে কুয়াশায় ঢেকে যায় চারপাশ। বৃষ্টির ফোটার মতো টপটপ করে শিশির ঝরছে। গত কয়েকদিন ধরে হাড় কাপানো শীতের মাঝে ঘন কুয়াশায় সকাল ১০-১১টা পর্যন্ত লোকজন ঘর থেকে বের হতে পারেছেন না। সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। ফলে সকাল থেকেই জেলার সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল সীমিত রয়েছে। কিছু যান আবার হেডলাইট জ্বালিয়ে চলছে।

ঘন কুয়াশায় সামনে কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না

কুয়াশার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সীমিত আকারে যানবাহন চলাচল করছে। ভোর থেকে দূরপাল্লার যানবাহন তেমন দেখা যায়নি মহাসড়কে। এছাড়া আঞ্চলিক সড়কগুলোতে ছোট যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। 

শিবচরের চরাঞ্চলখ্যাত চরজানাজাত এলাকার কৃষক মফিজ ঢালী বলেন, ‘কয়েকদিন ধরে যেমন শীত, তেমন কুয়াশা। কুয়াশার কারণে বাড়ি থেকে বের হবে বেলা ১১টা-১২টা বেজে যায়। এতে আমাদের উপার্জনও কমে গেছে।’

সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল সীমিত

শিবচর থেকে পাচ্চরগামী অটোরিকশাচালক মুজাহিদ বলেন, ‌‘ভোরে ঘুম থেকে উঠে রাস্তায় এসে অপেক্ষা করছি। হেডলাইট জ্বালিয়েও কাজ হচ্ছে না। এখন সকাল ১০টা বাজে, মাত্র একটি ট্রিপ মারতে পারলাম।কয়েকদিন ধরে প্রতিদিন কুয়াশা পড়ছে। এতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে।’

শিবচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ে কুয়াশায় ঢাকা পড়েছে। সকাল থেকে তেমন যানবাহন চলতে দেখা যায়নি। এক্সপ্রেসওয়েতে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। সকাল ১০টার দিকে কুয়াশা কমে আসায় যানবাহনের চলাচল বাড়তে থাকে।

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, সকাল থেকে নিয়মিত কাজের অংশ হিসেবে আমাদের টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে। কুয়াশার কারণে তেমন যানবাহন সড়কে নেই। ধীর গতিতে যান চলাচল করছে।

/এসএইচ/
সম্পর্কিত
সমন্বয়ক পরিচয়ে চিকিৎসককে মারধরের অভিযোগতারাগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ
আশাশুনিতে বিকল্প বাঁধে স্বস্তি, পানিবন্দি কয়েক হাজার মানুষ
দিনে গরম রাতে শীত, এ কেমন আবহাওয়া?
সর্বশেষ খবর
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় মামলা
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় মামলা
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
দশ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুজনকে ফেরত দিলো বিএসএফ
দশ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুজনকে ফেরত দিলো বিএসএফ
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’