X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সরকার সব সীমা অতিক্রম করছে: জোনায়েদ সাকি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২২, ২১:২৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ২১:৩২

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘সম্প্রতি গাজীপুরে এক ব্যক্তিকে গায়েবি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। এরপর হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় তাকে মায়ের জানাজায় অংশ নিতে দেখা গেছে। নিষ্ঠুরতার একটা সীমা থাকা দরকার। এই সরকার নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করছে। এগুলো করছে মানুষকে ভয় দেখানার জন্য।’

শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডরেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সপ্তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘এই দেশে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেটা কীভাবে হবে, শুধু তত্ত্বাবধায়ক ব্যবস্থা দিয়ে হবে না। কারণ আমরা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার আসলে একটা নির্বাচন হতে পারে। কিন্তু এই স্বৈরাচারী ব্যবস্থা আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে গিলে  ফেলে। ফলে এই দেশে নির্দলীয় সরকারের ব্যবস্থা ও স্বৈরাচারী সরকারের সংস্কার করতে হবে। এর মধ্যে দিয়ে স্বৈরাচারী সরকারকে গণতান্ত্রিক করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে বিগত সময়ে আন্দোলন করেছিল, ১৭৩ দিন হরতাল করেছে। জ্বালাও-পোড়াও করেছে। অগ্নিসন্ত্রাসের কথা এখন আপনারা বিএনপির বিরুদ্ধে বলেন, কিন্তু অগ্নিসন্ত্রাস আপনাদের ওখান থেকে শুরু। ঢাকায় শাহবাগের পাশে একটি বাস গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, ১১ জন মানুষ সেখানে নিহত হয়েছিল। আপনারা (আওয়ামী লীগ) এত কিছু করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করলেন। তবে ২০০১, ২০০৬ ও ২০০৭ সাল তত্ত্বাবধায়ক ব্যবস্থা এদেশে নির্বাচন ব্যবস্থা করতে পারলো না। কেন পারলো না? বাংলাদেশের শাসন ব্যবস্থা এমন স্বৈরতান্ত্রিক যা তত্ত্বাবধায়ক ব্যবস্থা সাময়িক সমাধান আনলেও শেষ পর্যন্ত সমাধান আনতে পারবে না। মাত্র দুটি নির্বাচনের মাথায় ঘটনা তাই ঘটলো। পরে আওয়ামী লীগ দল ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিলো। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার একটা ফ্যাসিবাদী কর্তৃত্ব কায়েম করেছে। এর মধ্য দিয়ে তারা আগামী ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়।’

জোনায়েদ সাকি বলেন, ‘উন্নয়ন যাদের স্লোগান, বাংলাদেশের উন্নতি দেখে নাকি বিদেশের বড় বড় দেশ নাকি চমকে যাচ্ছেন, এই দেশ কীভাবে উন্নতি করছে। অথচ ৫১ বছর পার হচ্ছে, আমাদের দেশের শিশুরা ক্লাস টেন পর্যন্ত দশ জনের নয় জন যেতে পারে না। যদি এই দেশে গণমানুষের পক্ষের একটা সরকার থাকতো, পাঁচ বছরের মধ্যে শতকরা ১০০ ভাগ শিশুর জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাকে সবার জন্য নিশ্চিত করা সম্ভব। উন্নতি কাকে বলে, উন্নতি মানে মেগা প্রকল্প করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে। দশ লাখ কোটি টাকা এই সরকারের আমলে বিদেশে পাচার হয়েছে।’

সরকারের অধীনের থেকে একটি গ্রুপ টাকা পাচার করছে উল্লেখ করে তিনি বলেন, ‘এস আলম গ্রুপ এই সরকারের ছায়াতলে থেকে ৯টি ব্যাংকের মালিক হয়েছে। যখন সরকার বলছে সামনে অর্থনীতির খারাপ অবস্থা, তখন সংবাদপত্রে হেডলাইন হয় ‘‘ভয়ঙ্কর নভেম্বর’’। গত নভেম্বর মাসে এস আলম গ্রুপ একটি ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে।’

ছাত্র ফেডারেশন জেলা শাখার সভাপতি ইলিয়াস জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারী সংহতির জেলার সম্পাদক পপি রানী সরকারসহ অনেকে। সম্মেলনের মধ্য দিয়ে ছাত্র ফেডারেশন জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ফারহানা মুনা ও সাধারণ সম্পাদক সৃজয় সাহা হয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
বান্দরবানে সশস্ত্র তৎপরতা জাতীয়-জননিরাপত্তার জন্য হুমকি: গণতন্ত্র মঞ্চ
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
বাজার সিন্ডিকেটের দায় বিরোধী দলের ওপর চাপাতে চায় সরকার, অভিযোগ জোনায়েদ সাকির
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া