গাজীপুরে দুই দিনব্যাপী চাকরি মেলা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন ২৫০ জন। এর মধ্যে বেক্সিমকো টেক্সটাইল লিমিটেডে তৃষা আলম, সুমন হাসান, হুমাইয়া ইসলাম শেলী, মোগরখাল যুব ও সমাজ কল্যাণ সংঘে কানিজ ফাতেমা ও বৃষ্টি রানী নিয়োগ পেয়েছেন। কোনও ধরনের ঘুস ও তদবির ছাড়াই চাকরি পেলেন এই ২৫০ জন।
রবিবার (০৮ জানুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি জেলায় চাকরি মেলা আয়োজনের প্রত্যাশা করি। আমাদের মূল উদ্দেশ্যে হলো কর্মসংস্থানের ব্যবস্থা করা। ঢাকায় এ ধরনের আয়োজন করবো। পাশাপাশি আট বিভাগে বড় আকারে এই আয়োজন করবো। ইতোমধ্যে পৌনে ২০০ প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা মেলায় অংশগ্রহণের জন্য আশ্বস্ত করেছেন। যারা আজ চাকরি পেয়েছেন তারা ভাগ্যবান। তাদের অভিনন্দন।’
হাতে নিয়োগপত্র পেয়ে তৃষা আলম বলেন, ‘কোনও প্রকার ঘুস ও তদবির ছাড়াই মেলার মাধ্যমে চাকরি পেয়ে আমি অনেক খুশি। এজন্য জেলা প্রশাসন ও মেলার আয়োজকদের ধন্যবাদ।’
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ মাসুদা শিকদার, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ বিএম ইসমাইল হোসেন খান এবং নোমান গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) কায়েস কায়সার।
জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ‘চাকরি মেলায় দুই দিনে ২৪ হাজার চাকরিপ্রার্থী সিভি জমা দিয়েছেন। এসব সিভি থেকে মেলায় অংশগ্রহণকারী ৪০টি প্রতিষ্ঠান শূন্য পদের বিপরীতে এক হাজার ৭১৮ জনকে প্রাথমিকভাবে বাছাই করেছে। এর মধ্যে ২৫০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে বাকিদেরও নিয়োগ দেওয়া হবে।’