X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আমাদের ছেলে-মেয়েরা অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ২২:৫৪আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ২২:৫৪

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘আমাদের ছেলে-মেয়েরা বিদেশি সংস্কৃতি ও অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে। আমাদের দেশীয় যে সংস্কৃতি আছে তা যদি আমাদের সন্তানদের মাঝে তুলে ধরতে না পারি, তাহলে তারা অন্য সংস্কৃতির দিকে যাওয়ার সুযোগ পাবে। তাই আমাদের দেশীয় সংস্কৃতি চর্চা বাড়াতে হবে।’

বুধবার (১১ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামে নাট্যকার অনন্য জামানের বাড়িতে এক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহাবুব, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, অভিনেতা ও গায়ক শিমুল ইউসুফ, নাট্যকার অনন্য জামান প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রতিটি উপজেলায় গ্রাম থিয়েটার মঞ্চ হলে আমাদের লোকজ রীতির যে সব নাট্যরীতি আছে, সঙ্গীত রীতি আছে সেগুলো পরিবেশন উপযোগী মঞ্চ হলে আমাদের সংস্কৃতি নতুন করে জাগরণ ঘটবে এবং বেগবান হবে। আমরা বাঙালি, আমাদের বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য রয়েছে তাকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে পারবো।’

তিনি বলেন, ‘আমাদের ভাষা ও সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ- এটি আমাদের বড় শক্তি। ভাষার জন্য আমাদের বিরাট ত্যাগ আছে, যা সারা বিশ্ব গ্রহণ করেছে। আমাদের এই সাহিত্য, সংস্কৃতির অতীত যেন না হারিয়ে ফেলি। এ জন্য গ্রাম থিয়েটার ফেডারেশন যেমন কাজ করছে, তেমনি সারা দেশে সংস্কৃতিকর্মীরাও কাজ করছেন। তৃণমূলের সংস্কৃতিকর্মীদের আমরা যদি উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমাদের সংস্কৃতির ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে।’

/এফআর/
সম্পর্কিত
‘প্রধানমন্ত্রী একজন মায়ের মমতায় দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন’
‘ধর্মীয় আচরণের ক্ষেত্রে আরও মনোযোগী হলে অতিরিক্ত মুনাফা করার মানসিকতা থাকবে না’
শুধু ফেব্রুয়ারি নয়, বছর জুড়ে বাংলা ভাষার চর্চা করতে হবে: দীপু মনি
সর্বশেষ খবর
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া