X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

আমদানি কমাতে সরকার তৈলবীজের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৩, ১২:০৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২:০৬

বিদেশ থেকে ভোজ্যতেল আমদানি কমাতে সরকার তৈলবীজের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দেশে তৈলবীজ চাষে কৃষকদের মধ্যে বীজ ও সারসহ প্রণোদনা দিচ্ছে সরকার। ভবিষ্যতেও এ প্রণোদনা অব্যাহত থাকবে।’ দেশের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সোমবার (১৬ জানুয়ারি) মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘সরিষা ও ধানের উৎপাদন বৃদ্ধি ও উন্নয়ন ২০২২-২৩ কর্মপরিকল্পনা’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতি বছর দুই থেকে আড়াই বিলিয়ন ডলার ব্যয়ে প্রায় ৯০ শতাংশ ভোজ্যতেল বিদেশ থেকে আমদানি করা হয় উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের চাহিদার মাত্র ১০ শতাংশ দেশে উৎপাদিত হয়। চাহিদা মেটাতে আমরা সরিষা, মসুর, চীনাবাদাম, সয়াবিন ও সূর্যমুখীর মতো তেলবীজের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। উদ্যোগটি সফল করতে জমিতে স্বল্প সময়ের ধান চাষ করা হবে।’

এসময় কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আমরা আগামী তিন বছরের মধ্যে আমাদের অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছি।‘ দেশে প্রতিবছর তৈলবীজের চাষ ও উৎপাদন উভয়ই বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের পৃষ্ঠপোষকতায় কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু মোহাম্মদ এনায়েত উল্লাহ, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান প্রমুখ।

এর আগে কৃষিমন্ত্রী তার সহযোগীদের নিয়ে জেলার সিংগাইর উপজেলার কয়েকটি সরিষা ক্ষেত পরিদর্শন করেন এবং কর্মকর্তা ও চাষীদের সঙ্গে কথা বলেন।

/ইউএস/
সম্পর্কিত
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে নেওয়া হলো থানায়
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ রিমান্ডে
সাবেক মন্ত্রী আব্দুস শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর
সর্বশেষ খবর
জাতীয় সংগীতের অবমাননা ও একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় সংগীতের অবমাননা ও একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়