X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সরকারি অফিসে দুর্নীতি, অভিযোগ চেয়ে দুদকের মাইকিং

গাজীপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৩, ২১:২৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ২১:৩০

গাজীপুর সদরের সব সরকারি দফতরের দুর্নীতির অভিযোগ চেয়ে এলাকায় মাইকিং করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সংক্রান্ত অভিযোগপত্র জমা নিতে শহরের বিভিন্ন স্থানে একাধিক কাউন্টার খোলা হয়েছে। গত ১৭ জানুয়ারি থেকে এসব অভিযোগ নেওয়া হচ্ছে। ২৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত অভিযোগ দেওয়া যাবে। সততা ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে গণ শুনানির আয়োজন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোজাহার আলী।

তিনি বলেন, সরকারি দফতরে সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হলে আমাদের কাছে লিখিতভাবে ও তথ্যপ্রমাণাদিসহ অভিযোগ দিতে হবে। এ অভিযোগের একটি ফরমেট এলাকায় সরবরাহ করা হচ্ছে। শুনানির পর কারও বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে ওই দিনই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’, ‘এবার আওয়াজ তুলুন গণ শুনানিতে’, গণ শুনানিতে আপনার অভিযোগ তুলে ধরুন’ ইত্যাদি স্লোগান লেখা লিফলেট বিতরণ এবং মাইকিং করা হচ্ছে। লিফলেটের পেছনেই অভিযোগের ফরমেট দেওয়া আছে। ফরমেটটির তথ্য পূরণ করে জমা দিলেই চলবে। আগামী ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী ও অভিযোগকারীদের সরাসরি অংশগ্রহণে ওই গণ শুনানি হবে। গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আয়োজন করা ওই গণ শুনানিতে প্রধান অতিথি থাকবেন দুদকের সচিব মাহবুব হোসেন।

শুনানিতে অংশগ্রহণের জন্য জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুকুল কুমার মল্লিক ও  সহ-সভাপতি ফয়জুন্নেছা লাভলী, গাজীপুর দুদকের সহকারী পরিচালক মশিউর রহমান, উপ-সহকারী পরিচালক আহামেদ আশরাফ চৌধুরী, উপ-সহকারী পরিচালক প্রান্তিক সাহা ও সহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিজিবির সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ
টিউলিপ সিদ্দিককে দুদকে তলব
স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য কিরণের বিরুদ্ধে দুদকের ২ মামলা
সর্বশেষ খবর
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
আ.লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম 
আ.লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম 
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ