X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের বই-বেঞ্চ বিক্রির অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৮

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ ও বই বিক্রির অভিযোগ উঠেছে। 

অভিযুক্ত রহিমা খাতুন উপজেলার গোপালপুর ইউনিয়নের ৯ নম্বর কুচিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষা অফিস, ম্যানেজিং কমিটির অনুমোদন ছাড়াই ওই শিক্ষক বেঞ্চ এবং বই বিক্রি করেছেন বলে এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা জানায়।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কামরুজ্জামান বলেন, ‘কয়েক বছরের পুরনো কিছু বেঞ্চ ও খাতা বিক্রি করা হয়েছে। তবে এর মধ্যে দু’একটি সরকারি বই থাকতে পারে।’

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামের শুকুর মিয়া নামে এক ব্যবসায়ীর কাছে বিদ্যালয়ের এক ভ্যান লোহার বেঞ্চ ও বইখাতা বিক্রি করা হয়।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন বলেন, ‘আমি কোনও বই কিংবা বেঞ্চ বিক্রি করিনি। অভিযোগটি সঠিক নয়।’

কুচিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ ইসমাইল আলী বলেন, ‘গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ পেয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাই। তিনি বলেছেন, ডিপিও স্যার আসবেন এজন্য ছেঁড়াফাটা কিছু কাগজ ভ্যানওয়ালাকে দিয়েছেন। মালামাল বিক্রির কোনও রেজুলেশন হয়নি এবং শিক্ষা অফিস থেকে আদেশপত্র আসেনি।’

আলফাডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রীতি কনা বিশ্বাস বলেন, ‘বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে প্রধান শিক্ষক বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন। বেঞ্চ ও বই বিক্রির বিষয়টি যাচাই-বাছাই চলছে। যদি সত্যতা পাওয়া যায় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিলাইছড়িতে বিশেষ সেনা অভিযান, অস্ত্রসহ আটক ৮
বিলাইছড়িতে বিশেষ সেনা অভিযান, অস্ত্রসহ আটক ৮
এক্স সিরামিকসের চিফ ব্র্যান্ড অফিসার শান্ত
এক্স সিরামিকসের চিফ ব্র্যান্ড অফিসার শান্ত
‘প্রচণ্ড গরমে গায়ের চামড়া যেন পোড়াচ্ছিল'
‘প্রচণ্ড গরমে গায়ের চামড়া যেন পোড়াচ্ছিল'
রেসিপি: চিকেন কিমা পুরি
রেসিপি: চিকেন কিমা পুরি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’