X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভাষা দিবসের ব্যানারে লেখা ‘দুঃশাসন’, পুলিশ পরিবর্তন করতে বলায় প্রতিবাদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫২

নারায়ণগঞ্জে ভাষা দিবসের অনুষ্ঠানের ব্যানারে ‘একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন’ লেখা দেখে তাতে আপত্তি জানিয়ে সরিয়ে নিতে বলেছে পুলিশ। এর প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ব্যানারটি ঢেকে অনুষ্ঠান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সেইসঙ্গে অনুষ্ঠানের এক অংশে ঘটনার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে কবিতা পাঠ করেছেন কয়েকজন কবি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকালে চাষাঢ়া শহীদ মিনারে এ ঘটনা ঘটে। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান শুরু হওয়ার আগে ব্যানারটি সরিয়ে ফেলার নির্দেশ দেয় পুলিশ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় বলেন, ‘বিকাল ৩টার দিকে অনুষ্ঠানের প্রস্তুতি সেরে শহীদ মিনারে একটি ব্যানার লাগানো হয়। ব্যানারে লেখা ছিল “একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন”। কিছুক্ষণ পর সদর মডেল থানার ওসি এসে ব্যানার পরিবর্তন করতে বলেন। ওপর থেকে তার ওপর চাপ আছে বলে আমাদের জানান ওসি। তখন তাকে বলেছি, আমরা সকল প্রকার দুঃশাসনকে বুঝিয়েছি। এখন এটি যদি কেউ কারও ওপরে টেনে নেয়, তাহলে কিছু করার নেই আমাদের। এরপর আমরা তাকে জানিয়েছি, ব্যানার পরিবর্তন হবে না। তবে এর ওপরের অংশ কালো কাপড় দিয়ে ঢেকে অনুষ্ঠান চালিয়ে যাবো।’

তিনি আরও বলেন, ‘রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের এক অংশে কবিতা পাঠের আয়োজন করা হয়। সেই আয়োজনে কবিরা মুখে কালো কাপড় বেঁধে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।’

সংগঠনের নেতৃবৃন্দ বলছেন, ত্বকী হত্যাসহ জেলার অনেক হত্যাকাণ্ডের বিচার এখনও পাওয়া যায়নি। যে কারণে দুঃশাসন লেখাটা খুব বেশি বেমানান নয়।

বিষয়টি স্বীকার করে সদর মডেল থানার ওসি আনিচুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট একটি ব্যানার টানিয়েছিল। সেখানে লেখা ছিল, “একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন”। এই দূর হ দূঃশাসন লেখাটি নিয়ে একটি মহল ঝামেলার চেষ্টা করতে পারে এমন খবর পেয়েছি আমরা। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা ছিল। এজন্য ঘট্নাস্থলে গিয়ে ব্যানারটি সরিয়ে নিতে বলেছি দায়িত্বশীলদের। পরে তারা ওই অংশটুকু ঢেকে অনুষ্ঠান পরিচালনা করেছেন। তাদের এই অনুষ্ঠানে আমিসহ পুলিশের টিম সার্বিক সহযোগিতা করেছে। যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়।’

/এএম/
সম্পর্কিত
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
চট্টগ্রামে চিকিৎসকের ওপর হামলায় বিএমএ’র প্রতিবাদ
জিয়ার ম্যুরাল ভাঙার প্রতিবাদে বিএনপির আলটিমেটাম
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা