X
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
৭ চৈত্র ১৪২৯

চুরির অপবাদে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০২৩, ০৯:৪৩আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৯:৪৩

গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের দমদমা এ ঘটনা ঘটে।  

নির্যাতনের শিকার যুবক আরিফুল খান (২৮) দমদমা গ্রামের উসমান খানের ছেলে। 

অভিযুক্তরা হলেন- একই গ্রামের আফসার উদ্দিন বাগমারের ছেলে কাউসার বাগমার, সোলাইমান খানের ছেলে রাসেল খান, বরকত খানের ছেলে জিয়াউর রহমান, সিরাজ উদ্দিন খানের ছেলে ইজ্জত আলী খানসহ তাদের ৮/১০ জন সহযোগী।

নির্যাতনের শিকার আরিফুল খানের ভাই আশরাফুল আলম খানের অভিযোগ, ঢাকার বাসিন্দা ডা. কাইয়ুম কয়েক বছর আগে দমদমা এলাকায় জমি কেনেন। বর্তমানে ওই জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার ওই ব্যক্তি তার জমি দেখার জন্য আসলে ব্যবহৃত গাড়ি রেখে ভেতরে যান। এ সময় কে বা কারা ওই গাড়ির গ্লাস ভেঙে টাকা নিয়ে গেছে। এই অভিযোগে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক খানের নির্দেশে আরিফুলকে বাড়ি থেকে ধরে নিয়ে যান অভিযুক্তরা। পরে তার পায়ে দড়ি বেঁধে গাছের সঙ্গে তাকে নির্যাতন করা হয়।

নির্যাতনের শিকার আরিফুল খান বলেন, ‘আমি সকালে ঘরে শুয়েছিলাম। পরে প্রহ্লাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য কাউসার আমাকে ফোন দিয়ে যেতে বলে। আমি না গেলে সে বাড়ি থেকে ধরে নিয়ে দুই পা বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে নির্যাতন করে। আমি ওই গাড়ির গ্লাস ভাঙিনি। এ ঘটনায় আমি জড়িত না।’

স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। 

অভিযুক্ত প্রহলাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য কাউসার মোবাইল ফোনে জানান, ‘আরিফুল চুরি করেছে। তাই তাকে মারধর করা হয়েছে। তাছাড়া একটা চুরির বিষয়ে আপনি কেন আমাকে ফোন দিয়েছেন? তার বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ রয়েছে।’

ওই জমি দেখাশোনার দায়িত্বে থাকা ব্যবস্থাপক মিশু বলেন, ‘টাকা চুরির পর স্যার কাউকে বিচার দেননি। কিছু অতি উৎসাহী ব্যক্তি ওই যুবককে মারধর করেছে।’

প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন শেখ জানান, খবর পেয়ে আরিফুলকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 

তিনি বলেন, ‘কেউ চুরি করে থাকলে আইনের হাতে তুলে দেবে। এভাবে মারধর করা ঠিক হয়নি। আরিফুলের চুরির বিষয়ে কেউ কোনো প্রমাণ দেয়নি। যার টাকা চুরি হয়েছে তারও কোনও অভিযোগ নেই।’

প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম আকন্দ বলেন, ‘ওই যুবককে মারধরের একটি ভিডিও দেখেছি। আইনের ঊর্ধ্বে কেউ না। আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি।’

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, ‘শুক্রবার দুপুরে বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/আরআর/
সর্বশেষ খবর
বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ড সভা অনুষ্ঠিত
বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ড সভা অনুষ্ঠিত
যে দল নির্বাচনে অংশ নেবে না তারা রাজনৈতিক সংকটে পড়বে: হানিফ
যে দল নির্বাচনে অংশ নেবে না তারা রাজনৈতিক সংকটে পড়বে: হানিফ
ইলিয়াস-বাবুলের প্রতিবেদনের নতুন দিন ধার্য
ইলিয়াস-বাবুলের প্রতিবেদনের নতুন দিন ধার্য
স্টেশনে ঢলে পড়ে মারা গেলেন হ্যারি পটার অভিনেতা পল
স্টেশনে ঢলে পড়ে মারা গেলেন হ্যারি পটার অভিনেতা পল
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের উদ্বেগ
প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের উদ্বেগ
মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে ঐ নারী কী করছিলেন: বুবলী
মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে ঐ নারী কী করছিলেন: বুবলী
ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে টঙ্গী সাভার কেরানীগঞ্জ
ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে টঙ্গী সাভার কেরানীগঞ্জ
মাছ ধরতে গিয়ে মিললো বস্তা, খুলতেই দেখা গেলো লাশ, সঙ্গে ৮টি ইট
মাছ ধরতে গিয়ে মিললো বস্তা, খুলতেই দেখা গেলো লাশ, সঙ্গে ৮টি ইট
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!