X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

‘শুধু ইউপি নির্বাচনে জয় পেলে হবে না, জাতীয় নির্বাচনে সব আসনে জয় পেতে হবে’

ফরিদপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০২৩, ২০:৫৮আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২০:৫৮

ফরিদপুরে একটি অনুষ্ঠানে মুগ্ধ হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় নির্বাচন খুব বেশি দূরে নয়, শুধু ইউপি নির্বাচনে জয়লাভ করলে হবে না, জাতীয় নির্বাচনে সবকয়টি আসনে জয়ী হতে হবে। এ জন্য এখন থেকে কাজ শুরু করুন। নিজেদের মধ্যে বিভেদ থাকলে মূল লক্ষ্য পূরণ হবে না। আমাদের লক্ষ্য রাখতে হবে নিজেদের মধ্যে ভেদাভেদ যেন গ্রাস না করে। জাতীয় নির্বাচনে দলের মধ্যে একাধিক সম্ভাব্য প্রার্থী থাকবে সেটা কোনও অন্যায় নয়, বরং দলের জন্য কল্যাণের। দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিই মনোনয়ন পাবেন। এটা নিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দলের ক্ষতি করবেন না।’

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে ফরিদপুর সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ফরিদপুরের নতুন কমিটির কাছে আমার নির্দেশ দলকে ঐক্যবদ্ধ রাখবেন, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের শত্রু না হয়, তাহলে বাইরের শত্রু দলের ক্ষতি করতে পারবে না। আমরা ঘরের শক্র বিভীষণ, ফরিদপুরে অনেক ঘটনা অনেক দুর্ঘটনা রয়েছে। এই ফরিদপুর জাতির পিতার জন্মভূমি।’

তিনি বলেন, ‘আমি ফরিদপুরের নেতাকর্মীদের বলবো, এ জেলাকে পরগাছা মুক্ত করুন, নিজেদের অস্তিত্বের স্বার্থে আপনাদের জেলাকে পরগাছা মুক্ত করবেন। ঘরের লোকের কলহ বিবাদ দূর করুন।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির আন্দোলন চোরা বালিতে আটকে গেছে। তারা ঢাকঢোল পিটিয়ে আন্দোলন শুরু করে আর প্যানপ্যানানিতে শেষ করে। বিএনপি এখন প্যানপ্যানানিতে এসে গেছে, দৌড়াতে দৌড়াতে পদযাত্রা তারপর মানববন্ধনে এসেছে। যে আন্দোলনে জনগণে নেই, সেই আন্দোলন কোনোদিনই সফল হয় না।’

তিনি বলেন, ‘তাদের আন্দোলন ছিল নেতাকর্মীদের বাঁচানো। এখন তাদের টার্গেট দেশে অশান্তি সৃষ্টি করা। তারা ব্যর্থ। অবৈধ দলের অবৈধ মহাসচিব। তাদের কোনও সম্মেলন হয় না। আমি তিনটি সম্মেলন ফেস করেছি। তারা দলে গণতন্ত্রের চর্চা করে না, তাদের দলেই তো গণতন্ত্র নেই। সেই দল আবার গণতন্ত্রের কথা বলে। তাদের নেতারা সাজাপ্রাপ্ত। মানুষ কীভাবে তাদের গ্রহণ করবে? তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। আমরা জোর করে আক্রমণ করবো না, তবে গায়ে পড়লে ছাড় দেওয়া হবে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ, ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, আওয়ামী লীগ সহ-সভাপতি মো. ফারুক হোসেন, শ্যামল ব্যানার্জী, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আওয়ামী লীগের ৫ ইউপি সদস্যকে ধরে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়