X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিয়ের আশ্বাসে শিক্ষিকাকে ৫ বছর ধরে ধর্ষণের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৫ মার্চ ২০২৩, ০১:২৫আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০১:২৫

গাজীপুরের টঙ্গীতে বিয়ের আশ্বাসে কিন্ডার গার্টেনের এক শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে একটি বায়িং হাউজের কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ অভিযুক্ত সারোয়ার হোসেনকে (৪২) গ্রেফতার করেছে।

পোশাক সংক্রান্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা সারোয়ার হোসেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার আলমপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তার স্ত্রী এবং এক ছেলে ও মেয়ে রয়েছে। টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আউচপাড়ায় (সালাহ উদ্দিন সরকার গলি) রাজ্জাকের বাড়ির ভাড়াটিয়া। প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে ওই বাড়িতে ভাড়া থাকে।

ভুক্তভোগী শিক্ষিকা মঙ্গলবার (২১ মার্চ) রাত ১০টার দিকে সারোয়ার হোসেনকে একমাত্র অভিযুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি উল্লেখ করেন, চাকরির পরিচয়ে সারোয়ার হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর সে প্রায়ই আমার বাসায় আসা যাওয়া করতো। এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দেয়। আমার স্বামী ও দুই ছেলে আছে জানিয়ে তার সঙ্গে প্রেম করবো না বলে তাকে বলে দেই। কিন্তু আমার পিছু ছাড়েনি। একপর্যায়ে আমি তার প্রস্তাবে রাজি হই। এর কিছুদিন পর সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে। এভাবে কিছুদিন চলার পর বিষয়টি উভয় পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হয়।

তিনি দাবি করেন, প্রায় পাঁচ বছর ধরে এভাবে চলতে থাকলে আমি তাকে দ্রুত বিয়ে করার কথা বলি। বিয়ের কথা বলে সে একাধিকবার আমার টঙ্গীর বাসায় এবং ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে স্ত্রী পরিচয়ে রাতযাপন করে ধর্ষণ করে। কিছুদিন পর বিয়ে করার জন্য তাকে পুনরায় চাপ দিলে সে আমার স্বামীকে ডিভোর্স দিতে বলে। আমি তার কথামতো এ বছরের জানুয়ারির শেষের দিকে স্বামীকে ডিভোর্স দেই। স্বামীকে ডিভোর্স দেয়ার পর থেকে সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তাকে ফোন দিলে সে বলে, আমাকে ফোন দিবা না, ডিস্টার্ব করবা না। আমি চাই তুমি আমার সঙ্গে যোগযোগ না করো। তুমি তোমার মতো থাকো এবং আমাকে আমার মতো থাকতে দাও।

তিনি আরও দাবি করেন, এক পর্যায়ে সে আমাকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যার পর সে আমার বাসায় আসে এবং আমাকে ধর্ষণ করে। এ সময় তাকে বিয়ে করতে বললে সে বিয়ে করবে না বলে অস্বীকৃতি জানায়। পরে কোনও উপায় না পেয়ে জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা নিলে পুলিশ রাতেই তাকে আমার বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। তার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় বিভিন্ন সময় ব্যবসা করার কথা বলে আমার কাছ থেকে আট লাখ টাকা এবং পাঁচ ভরি স্বর্ণালঙ্কার নেয়।

অভিযুক্ত সারোয়ার হোসেনের দাবি, আমার বিরুদ্ধে ওই নারীর অভিযোগগুলো মিথ্যা এবং বানোয়াট। তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক ছিল। সে হিসেবে তার বাসায় আসা-যাওয়া করতাম। তবে তার সঙ্গে আমার কোনও শারীরিক সম্পর্ক হয়নি।  

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, ওই নারীর অভিযোগের কোনও প্রমাণ নেই। তাছাড়া তারা দুজনই বিবাহিত এবং প্রাপ্ত বয়স্ক। তাদের উভয়ের ঘরে স্ত্রী এবং দুইটি করে সন্তান রয়েছে। তাই উত্ত্যক্ত করার অভিযোগে আটক সারোয়ার হোসেনকে ৭৭ ধারা অনুযায়ী গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
চিকিৎসা করাতে ‍এনে কিশোরীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের অভিযোগে সংশোধনাগারে কিশোর
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ