X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ঈদের তৃতীয় দিনে গাজীপুরের বিভিন্ন পার্কে দর্শনার্থীদের ভিড়

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
২৪ এপ্রিল ২০২৩, ১৮:৪৪আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৮:৪৪

ঈদের তৃতীয় দিনে গাজীপুরের বিভিন্ন পার্ক ও পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। এদিন সকালে হাজারো দর্শনার্থীকে শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের টিকিটের অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত সাফারি পার্কে দর্শনার্থীদের আসতে দেখা যায়। অনেকে পরিবার-পরিজন নিয়ে এসেছেন। পাশাপাশি ন্যাশনাল পার্ক ও বেসরকারি পার্ক এবং পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় দেখা গেছে। ন্যাশনাল পার্কে বিকালে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া রাজেন্দ্র ইকো রিসোর্টেও ভিড় ছিল।

রাজেন্দ্র ইকো রিসোর্টের ব্যবস্থাপক আহমেদ বলেন, ‌‘গা‌জীপুরে অন্তত দেড় শতাধিক রিসোর্ট ও পার্ক আছে। এবার ঈদের ছুটিতে ইকো রিসোর্টে অনেক পর্যটক এসেছেন। তবে অন্যান্য বারের তুলনায় কিছুটা কম।’

শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ঢুকছেন দর্শনার্থীরা

ঢাকার মিরপুর থেকে ন্যাশনাল পার্কে ঘুরতে আসা ব্যবসায়ী নাজিম উদ্দিন হোসেন বলেন, ‘ন্যাশনাল পার্কের পরিবেশ অনেক সুন্দর বলে জানতে পেরেছি। সে জন্য পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছি। এখানে পুরনো সব গাছের নিচে সবুজ ছায়া অতুলনীয়। প্রাকৃতিকভাবে গড়ে উঠা জলাধার আর শালবনবেষ্টিত এই পার্কে কয়েকটি টাওয়ার আছে। টাওয়ারের ওপরে উঠে শালবন দেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়।’

আরেক দর্শনার্থী সামসুদ্দীন হাওলাদার বলেন, ‘ন্যাশনাল পার্কের ভেতরে ভাড়ায় ঘোড়ার গাড়ি পাওয়া যায়। ঘোড়ার গাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে শালবনের কিছু অংশে ঘুরে ভালো লেগেছে।’

হাজারো দর্শনার্থীকে টিকিটের অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে

সাফারি পার্কে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছেন সানোয়ার হোসেন। তিনি টঙ্গী বিসিক শিল্প এলাকার একটি কারখানার নির্বাহী কর্মকর্তা। সানোয়ার বলেন, ‘সোমবার ঘোরার জন্য আবহাওয়া অনুকূলে ছিল। সাফারি পার্কের প্রাণীদের বেষ্টনী, কোর সাফারি, হাতিশালা, কুমির বেষ্টনী, বিচিত্র মাছ, জলহস্তী, অজগর, নানা পাখিসহ বিলুপ্তপ্রায় কয়েক জাতের প্রাণী দেখে ভালো লেগেছে।’

একই পার্কে ঘুরতে আসা সোনিয়া রিংকি বলেন, ‘বসন্ত শেষ হওয়ার পরও কিছু গাছে নতুন পাতা পার্কের প্রকৃতিকে ভিন্নমাত্রা দিয়েছে। তবে পার্কের প্রাণীগুলোর প্রতি কর্তৃপক্ষকে আরও যত্নবান হওয়া উচিত। কারণ অনেক প্রাণীকে অসুস্থ দেখাচ্ছে। তবে পুরো পার্ক ঘুরে ভালো লেগেছে।’

অনেকে পরিবার-পরিজন নিয়ে পার্কে ঘুরতে এসেছেন

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে পার্ক পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে। প্রযুক্তিগত নিরাপত্তার পাশাপাশি পার্কের কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে দর্শনার্থী বেড়েছে এবার। আজও কয়েক হাজার দর্শনার্থী ঘুরতে এসেছেন।’

/এএম/
সম্পর্কিত
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস