X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

একতরফা নির্বাচনে অংশ নেবো না, করতেও দেবো না: রিজভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৩, ২২:৪৭আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২২:৪৭

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে না জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তারা বলছেন, বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে। যেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে না ভোটাররা ভোট দিতে পারে না, আমরা সেই নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছি। শেখ হাসিনা একতরফা নির্বাচন করেন। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না এবং শেখ হাসিনাকেও করতে দিবো না।’

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পাগলা নয়ামাটি এলাকায় গুলিতে চোখ হারানো বিএনপির ফতুল্লা থানা কমিটির সভাপতি শহীদুল ইসলাম টিটুকে দেখতে এসে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জনগণ বেছে নেবে কাকে ক্ষমতায় রাখবে, কাকে রাখবে না। আপনাদের সরানোর চেষ্টা কে করছে? জনগণ চাচ্ছে আপনারা পদত্যাগ করুন। আর একটা নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকার দিন। যাতে করে জনগণ সুষ্ঠু ভোট দিতে পারে। জনগণ হচ্ছে এ দেশের মালিক। তারা কাকে রাখবে আর কাকে সরাবে এটা তো জনগণের অধিকার। এটাকে গণতন্ত্র বলে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আপনি গণতন্ত্রের অর্থ জানেন না। আপনি যেভাবে ক্ষমতায় থাকতে চান, সেভাবে ক্ষমতায় থাকার শিকার হচ্ছে শহিদুল ইসলাম টিটু। অর্থাৎ দেশে বিরোধী দলের জন্য কোনও মাঠ থাকবে না, কথা বলার কোনও জায়গা থাকবে না। সরকার একের পর এক অন্যায় করবে, লুটপাট করবে, টাকা পাচার করবে। এটার বিরুদ্ধে কথা বলার লোক থাকবে না। মিছিল করার লোক থাকবে না, স্লোগান দেওয়ার লোক থাকবে না। আর যদি কেউ থাকে তার পরিণতি হবে শহিদুল ইসলাম টিটুর মতো।’

নারায়ণয়ণগঞ্জে পুলিশের গুলিতে মারা যাওয়া শাওনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই নারায়ণগঞ্জে কিছুদিন আগে শাওন মারা গেছেন। সারা দেশে আরও অনেকে এভাবে মারা গেছেন। পুলিশের ছোড়া গুলিতে টিটুর মরতা অসংখ্য যুবকের চোখ চলে গেছে। আপনি টিটুদের চোখের আলো কেড়ে নিয়েছেন। আর আপনি আলো কেড়ে নিয়ে গোটা জাতিকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছেন। তবে মনে রাখবেন টিটুদের ত্যাগ বৃথা যাবে না। এই ত্যাগের বিনিময়ে শেখ হাসিনা সরকারের পতন হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে। সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ ভোটে যাবে, জনগণ যে দলকে ভোট দেবে সে দল ক্ষমতায় আসবে। জনগণই একমাত্র মালিকানা সে কাউকে সরাতে পারে কাউকে রাখতে পারে। এটা কোনও ষড়যন্ত্রের বিষয় না।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুইয়া ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ প্রমুখ।

/আরআর/
সম্পর্কিত
নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ
আসুন, আমরা মানবিক হই: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
আওয়ামী লীগের সঙ্গে ভারত ছাড়া কেউই নেই: রিজভী
সর্বশেষ খবর
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল
তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল
দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
টিআইবির বিশ্লেষণদ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
বাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
স্মরণে কলিম শরাফীবাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?