X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

মাদারীপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৭

মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের ২৫ জন। এ সময় কয়কটি ককটেলের বিস্ফোরণ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 

সোমবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে আলিনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহেদ পারভেজের সঙ্গে সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান মিলনের বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সকালে ফাসিয়াতলা এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান দুই পক্ষের সমর্থকরা। এ সময় বেশ কয়েকটি দোকাটপাট ভাঙচুর করা হয়। কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে আহত হন উভয় পক্ষের ২৫ জন। তাদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

ফাসিয়াতলা এলাকার বাসিন্দা জলিল হাওলাদার বলেন, ‘শুধুমাত্র এলাকায় আধিপত্য ধরে রাখতে বর্তমান চেয়ারম্যান শাহেদ পারভেজের সঙ্গে সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের বিরোধ চলছে। এই বিরোধ নিয়ে মাঝেমধ্যেই দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ান। আজকের সংঘর্ষে ২৫ জনের বেশি আহত হন।’ 

এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান শাহেদ পারভেজ বলেন, ‘আমার লোকজনের ওপর হামলা চালিয়েছেন হাফিজুর রহমানের সমর্থকরা। এতে আমার অন্তত ১০ সমর্থক আহত হয়েছেন।’

তবে সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন বলেন, ‘চেয়ারম্যান শাহেদ পারভেজের লোকজন আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। নির্বাচনে জয়লাভের পর থেকে তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে যাচ্ছেন। আজ আমাদের অন্তত ১৫ জন লোক আহত হন। এর সঠিক বিচার চাই আমি।’ 

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. নাজমুল হোসেন বলেন, ‘বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। কতজন আহত হয়েছে, জানি না। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনও পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
শাহবাগ এখনও অবরোধ রেখেছেন জুলাই আহতরা
যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু, গ্রেফতার ৬
এপ্রিলে সড়কে ৫৮৮ জনের প্রাণহানি, আহত ১১২৪
সর্বশেষ খবর
সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি
সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি
ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
৩ দিনের তাপপ্রবাহে অতিষ্ট জনজীবন, সোমবার থেকে কমতে পারে
৩ দিনের তাপপ্রবাহে অতিষ্ট জনজীবন, সোমবার থেকে কমতে পারে
চতুর্দশপদী ও অন্যান্য
চতুর্দশপদী ও অন্যান্য
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ