X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

টাঙ্গাইলে ভাইবোনের রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৯

টাঙ্গাইলের ঘাটাইলে দুই ভাইবোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই শিশু হলো ওই গ্রামের শাহ আলম মিয়ার ছেলে তাওহীদ মিয়া (৪) ও মেয়ে তানজিলা আক্তার (২)। পরিবারের দাবি, ঘরে রাখা কলা পাকানোর ক্ষতিকর রাসায়নিক কিংবা ইঁদুর মারার বিষপানে মৃত্যু হয়েছে ধারণা তাদের। মৃত্যুর সঠিক কারণ জানে না পরিবার। বিষয়টি নিয়ে এলাকায় সন্দেহের সৃষ্টি হয়েছে। 

পারিবারিক সূত্রে জানা যায়, বিকালে পারিবারিক কাজে শাহ আলমের স্ত্রী ব্যস্ত ছিলেন। এ সময়ে ঘরে থাকা ইঁদুর মারার বিষপান করে ফেলে তাওহীদ ও তানজিলা। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে পেঁচারআটা বাজারে ফার্মেসিতে নিয়ে যান। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারুফ হোসেন বলেন, ‘মৃত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। মৃত অবস্থায় আনার কারণে প্রাথমিকভাবে বিষের নমুনা পাওয়া যায়নি। তবে পরিবারের লোকজন আমাদের বলেছিলেন, ইঁদুরের বিষপানে তাদের মৃত্যু হয়েছে।’ 

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুব উল হক মাছুদ বলেন, ‘খবর পেয়ে আমি এই বাড়িতে এসেছি। কী ধরনের বিষপানে তাদের মৃত্যু হয়েছে, তা কেউ বলতে পারছেন না। বিষয়টি নিয়ে সন্দেহ আছে। পুলিশও ঘটনাস্থলে আছে। পুলিশ লাশ থানায় নিয়ে যাবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ যানা যাবে।’ 

ঘাটাইল থানার ওসি মো. মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘কীভাবে দুই শিশুর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছেন না বাবা-মা। তবে মা বলেছেন, পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এর ফাঁকে শিশুরা ঘরে রাখা কলা পাকানোর বিষাক্ত রাসায়নিক কিংবা ইঁদুরের বিষপান করেছে বলে ধারণা তার। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’   
 
এ ব্যাপারে জানতে চাইলে দুই শিশুর বাবা শাহ আলম বলেন, ‘আমি বাড়ির বাইরে ছিলাম। ওই সময়ে শিশুদের মা পারিবারিক কাজে ব্যস্ত ছিল। এর ফাঁকে ছেলেমেয়ে ঘরে রাখা কলা পাকানোর ক্ষতিকর রাসায়নিক কিংবা ইঁদুর মারার বিষপান করেছে বলে ধারণা করছে তাদের মা। পরে হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে কীভাবে মৃত্যু হয়েছে, তা নিয়ে নিশ্চিত হতে পারিনি।’

ঘরে কলা পাকানোর ক্ষতিকর রাসায়নিক রাখার কারণ জানতে চাইলে শাহ আলম বলেন, ‘আমি দিনমজুরের কাজ করি। মাঝেমধ্যে কলাবাগানেও কাজ করি। বাগানের কাজ পেলে রাসায়নিক ব্যবহার করা লাগবে। এজন্য ঘরে রেখেছি।’

/এএম/
সম্পর্কিত
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
ঢাকায় চিকিৎসায় এসে একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু
সর্বশেষ খবর
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’