ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে সাভারের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট থেকে বিএনপি ও জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের আশুলিয়া ব্রিজ ও বিরুলিয়া এলাকায় চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। এর আগে শুক্রবার রাতে আশুলিয়া থেকে জামায়াতের ৪৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রতিটি যাত্রীবাহী বাসের ভেতরে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে সন্দেহজনক মনে হলেই তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে।
পুলিশকে এ সময় যাত্রীদের গন্তব্যস্থলের কথা জিজ্ঞাসা করতে দেখা গেছে। সঠিক উত্তর না দিতে পারলে কিংবা গরমিল হলেই তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আবার অনেক সময় যাত্রীদের আইডি কার্ডও পরীক্ষা করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।
এদিকে, একটি যাত্রীবাহী বাসে জামায়াতের ৪৩ জন নেতাকর্মী ঢাকায় সমাবেশের উদ্দেশে রওনা দিলে আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে গত দুই দিনে তাদের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।’ চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিএনপি কর্মী সন্দেহ হলেই গ্রেফতার করা হচ্ছে বলে ক্ষোভে প্রকাশ করেন তিনি।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফী বলেন, ‘আজ কাছাকাছি দুই দলের সমাবেশে সারা দেশ থেকে কর্মীরা আসছেন। তাদের মধ্যে অনেকে বিভিন্ন মামলার আসামি। কর্মীদের মধ্যে অনেকেরই গ্রেফতারি পরোয়ানা আছে আবার অনেকে মাদক মামলার আসামি। এ ছাড়া এই চেকপোস্ট থেকে ১০ মামলার আসামিকেও গ্রেফতার করা হয়েছে। চেকপোস্ট নিয়মিত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আমাদের চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’