ঢাকার সাভারে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাস দাঁড় করিয়ে রাখা হয়েছিল। হঠাৎ সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা ওই বাসে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গাড়িটি পার্কিং করে রাখা ছিল। এতে কোনও যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, রাতে একটি দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে পুলিশ ও সরকার দল হামলা চালিয়েছে এমন অভিযোগ করে রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।