X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির নিয়াজ উদ্দিন

গাজীপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৪, ০৬:৩৮আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৬:৩৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাসিকের একাংশ) এবং ৫ (কালীগঞ্জ ও গাসিকের একাংশ) আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (লাঙ্গল) মেনোনীত প্রার্থী সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন।

ভিন্ন কোনও কারণ নয়, ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে রবিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টায় বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন।

গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে (গাজীপুর-১ ও ৫) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এম এম নিয়াজ উদ্দিন। তবে তার সরে দাঁড়ানোকে অনেকে কারও ইশারা বা চাপ বললেও সেটিকে নাকচ করে দিয়েছেন তিনি।

গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি নিয়াজ উদ্দিন বলেন, আমি এখন আর প্রচারণায় নেই। তবে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর বিষয়ে আমি এখনও রিটার্নিং অফিসারের কাছে আবেদন জমা দিইনি।

গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম মনোনয়নপত্র বাছাইকালে ঋণখেলাপির কারণে গাজীপুর-১ আসনে তার মনোনয়নপত্র বাতিল করেন। তবে গাজীপুর-৫ আসনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে তিনি আপিল করে গাজীপুর-১ আসনেও বৈধতা পান।

তবে গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জেলার শ্রীপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল বললেন ভিন্ন কথা। তিনি বলেন, গাজীপুরের পাঁচটি আসন থেকে জাতীয় পার্টি নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়াবে। জাতীয় পার্টি এখনও পোস্টার ছাপায়নি। মাইকে প্রচার দিচ্ছে না। নির্বাচনের সময় কাছে এসে পড়লে এক এক করে সব প্রার্থীই নির্বাচন থেকে সড়ে দাঁড়াবেন।

গাজীপুরের বাকি তিনটি আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) মেনোনীত প্রার্থীরা হলেন, গাজীপুর-২ (সদর ও টঙ্গী) আসনে জয়নাল আবেদীন, গাজীপুর-৩ (শ্রীপুর-পিরুজালী-মির্জাপুর-ভাওয়ালগড়) আসনে অধ্যাপক এফ এম সাইফুল ইসলাম, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে শামসুদ্দিন খান।

/এনএআর/
সম্পর্কিত
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
দামুড়হুদায় এক কেন্দ্রে তিন ঘণ্টায় পড়লো ৩৭ ভোট
উপজেলা ভোটপ্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির
সর্বশেষ খবর
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি
২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা