X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বিশ্ব ইজতেমায় ১৪ যুগলের একসঙ্গে বিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৫

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে ১৪ যুগলের যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বাদ আসর তাদের বিয়ে সম্পন্ন করা হয়। 

ইজতেমার বয়ান মঞ্চের পাশে এসব বিয়ে পড়ান মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘শনিবার বিকাল সোয়া ৫টার দিকে ভারতের দিল্লি মারকাজের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ময়দানে মাশোয়ারার কামরায় যৌতুকবিহীন এসব বিয়ে পড়ান। এবার বয়ান মিম্বারে বিয়ে পড়ানো হয়নি। বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমির নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী, মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ।’ 

ইসলামি শরিয়াহ মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী, প্রতিবারের মতো এবারও দ্বিতীয় পর্বে যৌতুকবিহীন বিয়ের আসর বসে। এজন্য দুদিন আগ থেকেই বর-কনের নাম নিবন্ধন করা হয়।

আয়োজকরা জানান, বর-কনের সম্মতিতে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে এসব বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খেজুর ছিটিয়ে দেওয়া হয়।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শনিবার ফজরের নামাজের পর মাওলানা সাঈদ বিন সাদ কান্ধলভীর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। তার বয়ান অনুবাদ করেন বাংলাদেশের মুফতি উসামা ইসলাম। রবিবার ফজরের পর বয়ান করবেন ভারতের মুফতি মাকসুদ, বাংলায় অনুবাদ করবেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরই হেদায়াতি বয়ান ও দোয়া অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সাদপন্থিদের এবারের বিশ্ব ইজতেমা।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘দ্বিতীয় দিনে জোহরের নামাজের পর বয়ান করেছেন ভারতের মাওলানা শরিফ, বাংলায় অনুবাদ করেছেন মাওলানা মাহমুদুল্লাহ, আসরের পর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা ওসমান, বাংলায় অনুবাদ করেছেন মাওলানা আজিম উদ্দিন। মাগরিবের পর বয়ান করছেন ভারতের মুফতি ইয়াকুব, বাংলায় অনুবাদ করছেন মাওলানা মনির বিন ইউসুফ।’

তাবলিগ জামাতের মধ্যকার বিরোধের কারণে গত কয়েক বছর ধরে তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এক পক্ষ ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের ও অপর পক্ষ ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী হিসেবে পরিচিত। প্রথম পর্বে নেতৃত্ব দিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। পাকিস্তান থেকে আসা মাওলানা আহমদ বাটলার আম বয়ানের মধ্য দিয়ে গত শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয় প্রথম পর্ব। রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। এই পর্বে নেতৃত্ব দেবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

/এএম/
সম্পর্কিত
ফ্রান্সে বিয়ের আসরে কনেকে গুলি করে হত্যা
ইডেনের সেই ছাত্রীকে কারাগারে বিয়ে করেছেন নোবেল
নবদম্পতির বনিবনা না হওয়ায় ঘটককে গাছে বেঁধে মারধর
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক