X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

লিকেজ গ্যাস সিলিন্ডার ছুড়ে ফেললেন রাস্তায়, বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৩৫

গাজীপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২৪, ২১:২৬আপডেট : ১৩ মার্চ ২০২৪, ২১:৪৮

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাস্তায় ছুড়ে ফেলা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত ৩৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকার শফিক খানের টিনশেড কলোনির সামনে এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন, ওই কলোনির বাসিন্দা মো. নাদিম (২২), নীরব (১০), সুপ্রিয়া (৯), মিরাজ (১৩), তারেক রহমান (১৭), মুন্না (১৭), সোলায়মান (৯), লালন (২৩), নয়ন (৮), শিল্পী (৩০), ইয়াসিন আরাফাত (২১), সুমন (২৬), মহিদুল (২৭), রাব্বি (১৩), উর্মিতা (২২), সাদিয়া খাতুন (১৮), জহিরুল ইসলাম (৩২), আরিফ হোসেন (৪০), রত্না বেগম (৪০), তায়েবা (৩), মনসুর আলী (৩০), নূরনবী (৩), রহিমা খাতুন (৩), কবির হোসেন (৩০), মো. কুদ্দুছ (৪৫), তাওহীদ (৭), সোলায়মান হোসেন (৪০), মশিউর রহমান (২২), লাদেন (২২), মোহাম্মদ আকাশ (২৫), শিল্পী আক্তার (২৮) ও মোহাম্মদ নাঈমসহ (৩০) মোট ৩৫ জন।

আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘কালিয়াকৈরের তেলিরচালা এলাকার টপ স্টার পোশাক কারখানার পাশের একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ৩৫ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

কোনাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার আইয়ুব আলী বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।’

গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত উল্লেখ করে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাউকে পাইনি আমরা। শুনেছি অনেকে দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তথ্য সংগ্রহ করছি, পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।’

কোনাবাড়ী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ‘ইফতারের কিছুক্ষণ আগে কয়েকজন দগ্ধ রোগী এসেছিলেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

কোনাবাড়ী পপুলার হাসপাতালের স্টাফ জাহিদ হাসান জানান, দগ্ধ ১০ জনের বেশি রোগী এসেছিলেন। তাদের সবার শরীরের প্রায় ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। আমরা তাদের গেট থেকেই অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছি। তাদের সবার অবস্থা গুরুতর ছিল।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩০ জনকে হাসপাতালে আনা হয়েছে।’ 

কলোনির বাসিন্দারা জানিয়েছেন, তেলিরচালা এলাকার শফিকুল ইসলাম শফিক তার বাসার জন্য গ্যাস সিলিন্ডার আনেন। সেটি চুলার সঙ্গে লাগানোর সময় গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে এটিকে বাইরে রাস্তায় ফেলে দেন। সেখানে একটি মাটির চুলার আগুন সিলিন্ডারে লেগে বিস্ফোরণ ঘটে। এতে রাস্তায় ও আশপাশে থাকা ৩৫ জন দগ্ধ হন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
সর্বশেষ খবর
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড