X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা: বাবা-ছেলে গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২৪, ১৮:১৬আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৮:১৬

গাজীপুরের শ্রীপুরে পাওনা টাকা ফেরত চাওয়ায় মো. আব্দুল্লাহ (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব-১। বুধবার (১৩ মার্চ) রাত সোয়া ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের শহিদুল ইসলাম শহীদ (৪৫) এবং তার ছেলে এহসানুল হক (২৪)। রাজধানীর দক্ষিণখান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া সুজনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে এএসপি মাহফুজুর রহমান বলেন, ‘জমি কিনে দেওয়ার কথা বলে বাঁশবাড়ী গ্রামের শাহাদত আলীর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছিলেন শহিদুল। ওই টাকা ফেরত চাওয়ায় শাহাদতের ছেলে আব্দুল্লাহর সঙ্গে শহিদুলের ছেলে এহসানুলের হাতাহাতির ঘটনা ঘটে। গত ৯ মার্চ বিকাল সাড়ে ৪টায় আব্দুল্লাহ স্থানীয় মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান। পরে অনুষ্ঠানস্থলের পাশে সালামের চায়ের দোকানে বসে চা-পান করেন। এ সময় আগের বিরোধ নিয়ে আব্দুল্লাহর সঙ্গে মারামারিতে জড়ান তিনি। পরে স্থানীয় লোকজন ঘটনার মীমাংসা করে দেন। সন্ধ্যা ৬টার দিকে শহিদুলের নির্দেশে তার সহযোগী রফিক এবং নুরুল ইসলাম বাঁশবাড়ী বাজারের পূর্ব পাশে সুরুজ মিয়ার টিনশেড ভবনের পেছনের ফাঁকা জায়গায় আব্দুল্লাহকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা শহিদুল ছুরিকাঘাতে আব্দুল্লাহকে জখম করেন। সেইসঙ্গে তার ছেলে মারধর শুরু করলে মাটিতে পড়ে যায়। এ সুযোগে অন্য সহযোগীরা কিল, ঘুষি ও লাথি মেরে আনন্দ করতে থাকে। এসব দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দৌড়ে পালিয়ে যায়। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা করেন স্বজনরা। পরে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, গ্রেফতারকৃত দুজনকে দুপুরে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে।

/এএম/
সম্পর্কিত
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা