X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

একদিনের ব্যবধানে আরেক ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২৪, ১৫:৫৪আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৫:৫৪

একদিনের ব্যবধানে আরেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। খুলনার ডুমুরিয়ার পর এবার এমন ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায়। জানা গেছে, বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকেন্দ্রিক দ্বন্দ্বের জেরে উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ।

রবিবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে ইউনিয়নের পাঁচগাও আলহাজ ওয়াহিদ আলী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান

প্রত্যক্ষদর্শীর ও পুলিশ জানায়, রবিবার সকাল ১০টা থেকে পাঁচগাও ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিল। এতে ইউপি চেয়ারম্যান সুমন ৯ ভোট পেয়ে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানেরব পক্ষে অবস্থান নেন। এতে অপর প্রার্থী মিলনের সমর্থক নুর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে দুপুর ১টার দিকে বিদ্যালয়ের মাঠে ইউপি চেয়ারম্যান সুমনের সঙ্গে ধস্তাধস্তি করে তাকে ফেলে দিয়ে প্রকাশ্যে তার বুকে গুলি করেন এবং দ্রুত বিদ্যালয় মাঠ থেকে চলে যান।

পরে আহত চেয়ারম্যানকে উদ্ধার করে দ্রুত টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দের জেরে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় নিশ্চিত করেননি পুলিশ সুপার। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গতকাল (শনিবার) খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ওয়াপদা ব্রিজের মাথায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন:

খুলনায় চেয়ারম্যানকে গুলি করে হত্যা

/কেএইচটি/
সম্পর্কিত
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ
কিশোর গ্যাং-এ সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব: কথা-কাটাকাটির জেরে কিশোর খুন
প্রাইভেটকারে গুলি করে দুজনকে হত্যা: সাজ্জাদের সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
সর্বশেষ খবর
যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো দুই ভাইয়ের
যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো দুই ভাইয়ের
চুয়েটে অন্তর্বর্তী ভিসি মো. হযরত আলী
চুয়েটে অন্তর্বর্তী ভিসি মো. হযরত আলী
নাৎসি বাহিনী পতন দিবসের আয়োজনে রাশিয়া যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট
নাৎসি বাহিনী পতন দিবসের আয়োজনে রাশিয়া যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট
মেছতা হলে কী করবেন?
মেছতা হলে কী করবেন?
সর্বাধিক পঠিত
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?