X
রবিবার, ১৫ জুন ২০২৫
১ আষাঢ় ১৪৩২

নিজ বাড়ির সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৯

নরসিংদীর শিবপুরে দৌলত হোসেন খান (৫৩) নামে এক পোলট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামে ব্যবসায়ীর নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে তার লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত দৌলত হোসেন খান শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত আরজু খাঁর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন। 

নিহত ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সড়কে আটকে এক রিকশাচালকের টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় যুবক তামিম ও তার দলবলের বিরুদ্ধে। এ ঘটনায় সাহাবুদ্দীন বাজারে ডাকা সালিশে তামিমের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন দৌলত খান। এতে দৌলত খানের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন তামিম। এ ছাড়া তামিমের বাবা শ্যামল মিয়ার কাছে প্রায় আট লাখ টাকা পেতেন দৌলত খান। ওই পাওনা টাকাও ফেরত দিচ্ছিলেন না শ্যামল। শনিবার রাত ১টার দিকে পরিবারের কেউ বাড়ি না থাকার সুযোগে তামিম ৮ থেকে ১০ জনের একটি দল নিয়ে দৌলত খানের বাড়িতে যান। বাড়ির আঙিনায় থাকা পোলট্রি ফিড বহনকারী ট্রাকের ব্যাটারি চুরির চেষ্টা করেন। চুরি ঠেকাতে পোলট্রি ফার্মের দুই কর্মচারীকে নিয়ে সেখানে যান দৌলত খান। দুই কর্মচারীর সামনেই দৌলত খানকে চাপাতি দিয়ে উপর্যুপরি কোপাতে শুরু করেন তারা। চিৎকারে বড় ভাই দেলোয়ার খানসহ অনেকে এগিয়ে এলে হামলাকারীরা তাদের হত্যার হুমকি দেন। ওই সময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই দৌলত খানের মৃত্যু হলে হামলাকারীরা পালিয়ে যান।

খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। রাতে লাশ থানায় এনে রাখা হয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ থানা থেকে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি আফজাল হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে ব্যবসায়ী দৌলত খানকে হত্যা করা হতে পারে। তার পরিবারের সদস্যদের কাছ থেকে হত্যায় জড়িত ব্যক্তিদের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এএম/
সম্পর্কিত
‘বিয়ে পড়াতে রাজি না হওয়ায়’ নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা
দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় চাচা গ্রেফতার
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ভাইকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে উৎপাদন আংশিক স্থগিত
ইরানে ইসরায়েলি হামলাবিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে উৎপাদন আংশিক স্থগিত
ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানেই আটকা ইন্টার মিলান ফুটবলার 
ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানেই আটকা ইন্টার মিলান ফুটবলার 
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গ বিবিসিকে যা বললেন প্রধান উপদেষ্টা
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গ বিবিসিকে যা বললেন প্রধান উপদেষ্টা
সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য, ১০ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস
সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য, ১০ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস
সর্বাধিক পঠিত
এত বড় জাহাজ এর আগে মোংলায় আসেনি
এত বড় জাহাজ এর আগে মোংলায় আসেনি
পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার
পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার
আবারও বেড়েছে স্বর্ণের দাম
আবারও বেড়েছে স্বর্ণের দাম
ফেনীতে চিকিৎসকের চেম্বার ভাঙচুর-লুটপাট করলেন যুবদল নেতা
ফেনীতে চিকিৎসকের চেম্বার ভাঙচুর-লুটপাট করলেন যুবদল নেতা
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪৫২
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪৫২