X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

নিজ বাড়ির সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৯

নরসিংদীর শিবপুরে দৌলত হোসেন খান (৫৩) নামে এক পোলট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামে ব্যবসায়ীর নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে তার লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত দৌলত হোসেন খান শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত আরজু খাঁর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন। 

নিহত ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সড়কে আটকে এক রিকশাচালকের টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় যুবক তামিম ও তার দলবলের বিরুদ্ধে। এ ঘটনায় সাহাবুদ্দীন বাজারে ডাকা সালিশে তামিমের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন দৌলত খান। এতে দৌলত খানের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন তামিম। এ ছাড়া তামিমের বাবা শ্যামল মিয়ার কাছে প্রায় আট লাখ টাকা পেতেন দৌলত খান। ওই পাওনা টাকাও ফেরত দিচ্ছিলেন না শ্যামল। শনিবার রাত ১টার দিকে পরিবারের কেউ বাড়ি না থাকার সুযোগে তামিম ৮ থেকে ১০ জনের একটি দল নিয়ে দৌলত খানের বাড়িতে যান। বাড়ির আঙিনায় থাকা পোলট্রি ফিড বহনকারী ট্রাকের ব্যাটারি চুরির চেষ্টা করেন। চুরি ঠেকাতে পোলট্রি ফার্মের দুই কর্মচারীকে নিয়ে সেখানে যান দৌলত খান। দুই কর্মচারীর সামনেই দৌলত খানকে চাপাতি দিয়ে উপর্যুপরি কোপাতে শুরু করেন তারা। চিৎকারে বড় ভাই দেলোয়ার খানসহ অনেকে এগিয়ে এলে হামলাকারীরা তাদের হত্যার হুমকি দেন। ওই সময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই দৌলত খানের মৃত্যু হলে হামলাকারীরা পালিয়ে যান।

খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। রাতে লাশ থানায় এনে রাখা হয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ থানা থেকে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি আফজাল হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে ব্যবসায়ী দৌলত খানকে হত্যা করা হতে পারে। তার পরিবারের সদস্যদের কাছ থেকে হত্যায় জড়িত ব্যক্তিদের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এএম/
সম্পর্কিত
ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা, হত্যা করে গেলেন থানায়
নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা
ছিলেন আত্মগোপনে, ভাইকে দেখতে এসে খুন ইউপি সদস্য সাবেক ছাত্রলীগ নেতা
সর্বশেষ খবর
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
রসিদ দিয়ে যানবাহন থেকে চাঁদাবাজি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
রসিদ দিয়ে যানবাহন থেকে চাঁদাবাজি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
স্বেচ্ছায় ২ শতাধিক সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্তে যুগান্তকারী অ্যান্টিভেনম
স্বেচ্ছায় ২ শতাধিক সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্তে যুগান্তকারী অ্যান্টিভেনম
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন