X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ০২:১২আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০২:১২

আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপর সারা দেশের বিভিন্ন স্থানে ও বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করা হয়েছে।

ভাসানী বিশ্ববিদ্যালয়

রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মনিরুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মান্নান হলের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের ১২ তলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। এসময় তারা ‘এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’…এমন স্লোগান দেন তারা।

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

মিছিল শেষে মনিরুল ইসলাম বলেন, শুধু ছাত্রলীগই নয়, আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। মুজিববাদের কবর রচনা করতে হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়

রাত সাড়ে ১০টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিয়া মোড় থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলে শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘হই হই রই রই, সন্ত্রাস লীগ গেলি কই’, ‘এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

সমাবেশে ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগ দীর্ঘ ১৬ বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই।

ব্রাহ্মণবাড়িয়া

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর রাতে শহরের ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ি মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবিও তোলেন। সমাবেশ শেষে ছাত্রজনতার পক্ষ থেকে উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মাদারীপুর

রাত ১০টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ ও সদস্য সচিব সাইদুর রহমানের নেতৃত্ব পৌরসভার হেলিপ্যাড মোড় থেকে আনন্দ মিছিল নিয়ে সড়ক ৭১ প্রদক্ষিণ করে কলেজ মোড়ের সামনে এসে জড়ো হন।

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

এ সময় তাদের ‘এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’; ‘হইহই রইরই, সন্ত্রাসলীগ গেলি কই’; ‘এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

 

 

/এফআর/
সম্পর্কিত
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
গোপালগঞ্জ শহরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিহত ছাত্রলীগ নেতাকেও বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ দশ জন আটক
মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ দশ জন আটক
নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ
নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী