X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

টোল প্লাজায় অপেক্ষমাণ তিন গাড়িকে চাপা দিলো বাস, ৫ জন নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৪, ১৪:১৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৩১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে অপেক্ষমাণ যানবাহনকে চাপা দিলে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে এবং হাসপাতালে নেওয়ার পরে শিশুসহ একই পরিবারের চার জনসহ ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আব্দুর রহমান।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার মাওয়ামুখী লেনে টোল দেওয়ার জন্য অপেক্ষমাণ ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন। এ সময় দ্রুতগতির কুয়াকাটাগামী বেপারী পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার ব্যারিয়ার অতিক্রম করে অপেক্ষমাণ প্রাইভেটকারকে চাপা দিয়ে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।

এতে প্রাইভেটকারের ছয় যাত্রীসহ বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলের কমপক্ষে ১৫ যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ইকবাল হোসেনের স্ত্রী আমেনা বেগম ( ৪৫), তার দুই মেয়ে ইসরাত জাহান ইমি (২৬) ও রিহা মনি (১১), ঢাকার জুরাইন এলাকার মো. সোহাগ ও নিহত ইমির ছেলে আইয়াজ হোসেন (২) এবং ঢাকার মগবাজার এলাকার সুমনের ছেলে আব্দুল্লাহ (৭)। তাদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। চিকিৎসাধীন রয়েছে আরও ছয় জন। এসব তথ্য নিশ্চিত করেছে কোলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক সাইফুল ইসলাম বলেন, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পাঠাই। সেখান থেকে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় এ ঘটনা ঘটে। বাসের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গিয়ে প্রাইভেটকারের যাত্রীরা গুরুতর আহত হন। এছাড়া বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেল যাত্রীরাও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

সেখান থেকে দায়িত্বরত হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আব্দুর রহমান পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো রেকারের মাধ্যমে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও জানান তিনি।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেলো নারী গার্মেন্টস শ্রমিকের
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
সর্বশেষ খবর
চট্রগ্রামের অর্থনৈতিক অঞ্চলে দীর্ঘমেয়াদে জমি বরাদ্দ দেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
চট্রগ্রামের অর্থনৈতিক অঞ্চলে দীর্ঘমেয়াদে জমি বরাদ্দ দেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
দাবি মানার আশ্বাস দিলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ চান একদল শিক্ষার্থী
দাবি মানার আশ্বাস দিলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ চান একদল শিক্ষার্থী
রফতানি ট্রফি নীতিমালা সংশোধনে নতুন কমিটি
রফতানি ট্রফি নীতিমালা সংশোধনে নতুন কমিটি
আইএমএফের অর্থ ছাড়াই আমরা ভালো করছি: অর্থ উপদেষ্টা
আইএমএফের অর্থ ছাড়াই আমরা ভালো করছি: অর্থ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?