X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

ফরিদপুরে কলেজের অধ্যক্ষের ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

ফরিদপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, ১৯:২৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:২৩

ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. মনজুরুল ইসলাম দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে কলেজের সামনের সড়কে বৃহস্পতিবার সকাল ১০টায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের আবদুল করিম সড়কে ‘ফ্রেশ ফুড অ্যান্ড পেস্ট্রি’ শপের সামনে অধ্যক্ষের ওপর হামলার ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যায় অধ্যক্ষ মনজুরুল ইসলাম তার ছেলেকে নিয়ে এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এ সময় পেছনের দিক থেকে একটি মোটরসাইকেল আসে। ওই মোটরসাইকেলে চালকসহ দুজন আরোহী ছিলেন। মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী একটি লাঠি দিয়ে অধ্যক্ষের মাথায় আঘাত করলে তিনি সড়কের ওপর পড়ে যান। এলাকাবাসী অধ্যক্ষকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাসায় নেওয়া হয়।

অধ্যক্ষ মো. মনজুরুল ইসলাম দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন

শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালনো হয়েছে। প্রতিবাদে আজ সকাল ১০টায় শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে অম্বিকা সড়কে মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করে রাখেন। প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনের সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কর্মসূচি চলাকালে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের ওপর হামলার শাস্তি না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। পরে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান এবং পরিদর্শক (তদন্ত) জাফর ইকবাল ঘটনাস্থলে যান।

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে ওসি আসাদউজ্জামান বলেন, ‘এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমি দেখেছি। পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে অধ্যক্ষের ওপর হামলা চালানো হয়েছে। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’ 

ওসি বিচারের আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা সড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর দুপুর ১২টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের সামনে ফরিদপুর শহরের সব কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়।

/এএম/
সম্পর্কিত
রাজশাহী কলেজ হোস্টেলের ৫০০ টাকার সিট ভাড়া ৭০০, কমানোর দাবিতে বিক্ষোভ
দাবি আদায় না হলে শাহবাগ ছাড়বেন না নার্সিং শিক্ষার্থীরা
শাহবাগে নার্সিং শিক্ষার্থীদের আন্দোলন, তীব্র যানজট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৫)
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ