X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যায় ৫ জনের যাবজ্জীবন, ১৯ জন খালাস

মাদারীপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, ১৯:০১আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৯:০১

মাদারীপুরের রাজৈরে ২০১৫ সালে চাঁদাবাজির মামলার সাক্ষী ব্যবসায়ী বাবুল হাওলাদারকে কুপিয়ে হত্যায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকালে জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই রায়ে ক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে বাদী ও আসামিপক্ষ।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৪ সালে একটি চাঁদাবাজি মামলায় রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের ফল ব্যবসায়ী বাবুল হাওলাদারকে সাক্ষী করা হয়। এরই জেরে ২০১৫ সালের ৪ জানুয়ারি বাবুল হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দুদিন পর ৬ জানুয়ারি ৪২ জনের নামে রাজৈর থানায় হত্যা মামলা করেন নিহতের বড় ছেলে ইমরান হাওলাদার। মামলার পর ইমরানকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখায় আসামিপক্ষ। পরে তিনি বিদেশ চলে যান। এরপর উচ্চ আদালদের নির্দেশে মামলা পরিচালনার দায়িত্ব পান নিহতের ছোট ছেলে আসাদুল হাওলাদার। সর্বশেষ তৃতীয় দফায় ২০১৬ সালের ২৪ মে ২৭ জনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির। মামলা চলাকালে চার্জশিটভুক্ত তিন আসামির মৃত্যু হয়।

এরপর ১২ জনের সাক্ষ্য নেন আদালত। বুধবার বিকালে মামলার আসামি সাহেবালী মুন্সি, খোকন মুন্সি, সাহাবুদ্দিন মুন্সি, লাবলু মুন্সি ও হান্নান মুন্সি এই পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়। এ ছাড়া দোষ প্রমাণিত না হওয়ায় বাকি আসামিদের খালাস দেওয়া হয়। মামলার রায়ের সময় হান্নান মুন্সি ছাড়া সাজাপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়।

এদিকে রায়ে ক্ষুব্ধ হওয়ায় উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে উভয়পক্ষ। নিহতের ছোট ছেলে আসাদুল হাওলাদার বলেন, ‘আমার বাবা একজন নিরীহ মানুষ ছিলেন। তাকে নির্মমভাবে আসামিরা কুপিয়ে হত্যা করেছে। আমরা অন্তত পাঁচ জন আসামির ফাঁসি ও অন্যদের যাবজ্জীবন সাজার আশা করেছিলাম। কিন্তু আদালত যে রায় দিয়েছেন, এতে আমরা ও আমাদের পরিবার সন্তুষ্ট নই।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী এমারত হোসেন বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল করবে।’

আসামি পক্ষের আইনজীবী ফজুর রহমানর হিরু বলেন, ‘আসামিপক্ষ ন্যায় বিচার পায়নি। আমাদের সব আসামি নির্দোষ ছিল। তাই আমরা পাঁচ আসামির সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।’

/এএম/
সম্পর্কিত
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
লেখকদের ভোটে বর্ষসেরা সালাহ
লেখকদের ভোটে বর্ষসেরা সালাহ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ‘ব্লকেড’
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ‘ব্লকেড’
সাদ, সোহেল, রক্সিসহ অনেকেই ‘নিষিদ্ধ’
সাদ, সোহেল, রক্সিসহ অনেকেই ‘নিষিদ্ধ’
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩২
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩২
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
পুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত
আবদুল হামিদের দেশত্যাগপুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত