X
বুধবার, ২৫ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২
নারায়ণগঞ্জে নুরুল হক নুর

ধান্দাবাজ-চান্দাবাজকে ভোট দেবেন নাকি নতুন প্রজন্মের কাউকে, সিদ্ধান্ত আপনাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৬

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে। কে কাকে ভোট দেবেন সেটা আমরা জানি না। তবে এবার যে নির্বাচন হবে, তা গত ৫০ বছরের মধ্যে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কোনও ধান্দাবাজ, চান্দাবাজ ও মাফিয়াকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাবেন নাকি নতুন প্রজন্মের কাউকে জনপ্রতিনিধি বানাবেন। সেই সিদ্ধান্ত ও দায়িত্ব আপনাদের, আপনারাই চিন্তাভাবনা করে প্রার্থী বাছাই করবেন।’ 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা মাঠে রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে নুরুল হক নুর বলেন, ‘এই সরকার আমাদের প্রত্যাশার সবটুকু পূরণ করতে পারেনি। আমাদের মধ্যে মান-অভিমান থাকবে। গণআন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা তাদের আরও সময় দিতে চাই। তারা ভোটের জন্য প্রস্তুতি হোক। তবে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা থাকার কথা ছিল, তা নিয়ে জনমনে প্রশ্ন আছে। বাজারে জিনিসপত্রের ঊর্ধ্বগতি। মৌলিক পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই গণবিরোধী অবস্থান থেকে আপনারা সরে আসবেন, অন্যথায় জনগণের ক্ষোভে দিশেহারা হয়ে যাবেন।’

আওয়ামী লীগকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ পালিয়ে থেকে কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদের দোসর কাউকে রাজপথে মিছিল করতে দেখলে প্রতিহত করুন। যারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করার কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সহসভাপতি ওয়াহিদুর রহমান মিল্কি, মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, জেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব একেএম সাইদুজ্জামান, জেলা ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ ও কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সম্পাদক নাজমুল হাসান এবং বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ। 

/এএম/
সম্পর্কিত
ঐকমত্য কমিশনের সংলাপে মহাজোটের ২ শরিককে আমন্ত্রণ, নুর ও ইরানের ক্ষোভ
শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম রয়েছে: রাশেদ খান
নির্বাচনের পরিবেশ নিয়ে জনগণ শঙ্কিত: নূর
সর্বশেষ খবর
সচিবালয়ের ক্যান্টিন নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সচিবালয়ের ক্যান্টিন নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ যুগান্তকারী, চীনকে বিএনপি
‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ যুগান্তকারী, চীনকে বিএনপি
আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিডিআর সদস্যদের
আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিডিআর সদস্যদের
সিরিজ জয়ের লক্ষ্যে ১৮ বছর পর কলম্বোতে নামছে বাংলাদেশ
সিরিজ জয়ের লক্ষ্যে ১৮ বছর পর কলম্বোতে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
ক্রুদের প্রতি কঠোর নির্দেশনা জারি বিমানের
ক্রুদের প্রতি কঠোর নির্দেশনা জারি বিমানের
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
নির্বাচনি সমঝোতার পথে পাঁচ ধর্মভিত্তিক দল
নির্বাচনি সমঝোতার পথে পাঁচ ধর্মভিত্তিক দল