X
রবিবার, ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির

একটি দল নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, তবে সংস্কারের আগে ভোট নয়

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১২

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘বিশেষ একটি দল নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। তবে সংস্কারের আগে কোনও নির্বাচন দেওয়া হলে সেই নির্বাচন ব্যর্থ হবে। মানুষ আবারও ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। কাজেই সংস্কার শেষে সঠিক সময়ে নির্বাচন দিতে হবে, তার আগে নয়। এদেশে আর কোনও ফ্যাসিবাদকে জায়গা দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে রাষ্ট্র সংস্কার বেশি জরুরি। সংস্কার শেষ করে কালোটাকা ও পেশিশক্তিমুক্ত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তবে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। গতানুগতিক নির্বাচন দিয়ে ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠা করার কোনও মানে হয় না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি দলগুলোর ভোট এক বাক্সে পড়বে। এরপর ইসলামিক সরকার গঠন হবে।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন, পরকালীন মুক্তির প্রত্যাশায় ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলনের গোপালগঞ্জ জেলা শাখা।

মুফতি ফয়জুল করীম বলেন, ‌‘আমি চাই না, আওয়ামী লীগ করার কারণে আর কেউ গ্রেফতার হোক। আমি চাই, যদি কেউ অপরাধ করে থাকে তবে তার শাস্তি হোক। তাকেই শুধু গ্রেফতার করা হোক।’

তিনি আরও বলেন, ‘আজ শেখ মুজিবুর রহমানকে অপমানিত করা হচ্ছে। কাদের কারণে অপমান করা হচ্ছে। এর দায় কে নেবে? আমরা মনে করি এর দায় তার মেয়ে শেখ হাসিনাকে নিতে হবে। তার দলের মানুষগুলোকে তিনি ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারেননি। দলের নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের গুন্ডা বানিয়েছেন। এজন্য দলের সব নেতার দোষ, অন্য কারও দোষ নয়। শেখ হাসিনার বাসার পিয়ন ৫০০ কোটি টাকার মালিক। এই টাকা সে কোথায় পেয়েছে? সব তো সাধারণ মানুষের টাকা। দেশের মানুষের টাকা মেরে কোটিপতি হয়েছে। ঠিক এভাবে আওয়ামী লীগ দেশটাকে লুটপাট করে গেছে।’ 

ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের সহসভাপতি শেখ মোহাম্মদ মারুফ, ইসলামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং দলের গোপালগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুফতি দিদারুল ইসলাম মুফতি ইয়াহিয়া মাহমুদ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা ও পরিচালনা করেন ইসলামী আন্দোলন জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম শেখ।

/এএম/
সম্পর্কিত
বিচারের আগে স্বৈরাচার পুনর্বাসনের প্রচেষ্টা প্রতিহত করা হবে: চরমোনাই পীর
গোপালগঞ্জে শতাধিক মামলার আসামি ভয়ংকর প্রতারক গ্রেফতার 
গাজায় গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
সর্বশেষ খবর
ঈদে এক চ্যানেলেই ২৭ নাটক ও ৭ সিনেমা
ঈদে এক চ্যানেলেই ২৭ নাটক ও ৭ সিনেমা
স্বাস্থ্য অধিদফতরের সেই মালেকের ১৩ বছরের কারাদণ্ড
স্বাস্থ্য অধিদফতরের সেই মালেকের ১৩ বছরের কারাদণ্ড
দিল্লিতে অবৈধ বসবাসের দায়ে একাধিক বাংলাদেশি গ্রেফতার
দিল্লিতে অবৈধ বসবাসের দায়ে একাধিক বাংলাদেশি গ্রেফতার
এবার আগুন লেগেছে সুন্দরবনের গুলিশাখালীতে
এবার আগুন লেগেছে সুন্দরবনের গুলিশাখালীতে
সর্বাধিক পঠিত
পিস হিসেবে কিনে আনা তরমুজ কেজিতে বিক্রি, দুই ফল ব্যবসায়ীকে জরিমানা
পিস হিসেবে কিনে আনা তরমুজ কেজিতে বিক্রি, দুই ফল ব্যবসায়ীকে জরিমানা
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
জাতীয় পার্টি ও আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না
রংপুরে জিএম কাদেরজাতীয় পার্টি ও আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না
রাজধানীতে সড়কে বসলো ‘রিকশা ট্র্যাপার’, উদ্দেশ্য গতি নিয়ন্ত্রণ
রাজধানীতে সড়কে বসলো ‘রিকশা ট্র্যাপার’, উদ্দেশ্য গতি নিয়ন্ত্রণ
জুলাই গণহত্যার বিচার দাবি ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ
জুলাই গণহত্যার বিচার দাবি ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ