X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ১২টা ৫ থেকে ১২টা ২৫ মিনিট পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে জিয়াউদ্দিন আয়ানের সঞ্চালনায় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন।

এ সময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক , জাহাঙ্গীরের পদত্যাগ’; ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’; ‘স্বরাষ্ট্র উপদেষ্টার গদিতে, আগুন জ্বালো একসঙ্গে’; ‘সারা দেশে ছিনতাই কেন, প্রশাসন জবাব চাই’; ‘রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’; ‘মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়াদে’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

এ সময় মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামন উজ্জ্বল বলেন, ‘সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কোনও দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আপনি যদি বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে না পারেন তাহলে গদি ছেড়ে দেন। আমরা বিকল্প কাউকে ভেবে নেবো। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন বিপ্লবীদের ওপর হামলা হচ্ছিল তখন ডেভিল হান্টের নামে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি অপারেশন চালু করে। কিন্তু বাস্তবতা হচ্ছে সেই অপারেশনে মিথ্যা মামলায় বিপ্লবীদের গ্রেফতার করা হচ্ছে। এখনও বিভিন্ন পদে আওয়ামী দোসরা রয়েছে। আপনাদেরকে পদচ্যুত করা না হলে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই অনতিবিলম্বে তাদের চাকরিচ্যুত করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি আজকের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যদি দৃশ্যমান পদক্ষেপ না নেন তাহলে আপনার বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাবো।’

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ

এ সময় রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা ছিল এখানে সুশাসন, মানবাধিকার ও তার নৈতিক অধিকার ফিরে পাবে, কিন্তু হচ্ছে তার বিপরীত। মানুষ প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই ও হত্যার শিকার হচ্ছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টাকেই নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তার দায়িত্ব পালন করতে না পারে, তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করবে অন্যথায় আমরা ছাত্র-জনতা তাকে গদি থেকে নামাতে বাধ্য হবো।’

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার সরকার দায়িত্ব গ্রহণ করে। কিন্তু জনগণ যে আকাঙ্ক্ষা থেকে এই সরকারকে দায়িত্ব দিয়েছে তারা সে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সরকারের কাছে বলবো যথাযথ পদক্ষেপ নিতে যদি কোনও নির্দিষ্ট মহল বাধা দেয় তাহলে আপনারা জনগণের কাছে তা পরিষ্কার করেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার যথাযথ পদক্ষেপ নেন।’

/এফআর/
সম্পর্কিত
গরুর হাট না বসানোর দাবিতে রাস্তায় আফতাবনগরবাসী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
সর্বশেষ খবর
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’