X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

কৃষক মনির হত্যাকাণ্ড: দুই ভাই ও ছয় ছেলেসহ ১৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৩

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে কৃষক মনির মিয়া হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত সবাই নিহতের আত্মীয়স্বজন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ নুরুল আমিন বিপ্লব এ রায় দেন। এ সময় আদালতে ১৩ আসামির সবাই উপস্থিত ছিল।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো- করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-মিরপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে মজিবুর রহমান (৬৫), তার ভাই হাবিবুর রহমান (৬৩); মজিবুর রহমানের তিন ছেলে শামীম মিয়া (৪০), মো. আরিফ (৩১) আমিনুল (৩৭) ও ভাতিজা রাশিদ (৫৫); হাবিবুর রহমানের তিন ছেলে মুখলেছ (৩২), কামরুল (২৯) ও রানা (২৫); মৃত রহমানের ছেলে ফাইজুল (৫০) ও তার ছেলে মনির (২৯), মৃত হাবিল মিয়ার ছেলে শাহীন (৪০) এবং ছয়ব আলীর ছেলে হাদিস মিয়া (৫০)।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, জেলার করিমগঞ্জের ভাটিয়া-মিরপাড়া গ্রামের বাসিন্দা কৃষক মনির মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে তার চাচাতো ভাই ও অন্য আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যের প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। গত ২০২০ সালের ১০ এপ্রিল বিকাল ৪টার দিকে আসামিরা মনিরসহ তার সহযোগী আরও দুজনকে ১৪ থেকে ১৫ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিন জন আহত হয়। তবে মনিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল মনিরের মৃত্যু হয়। নিহত মনির ভাটিয়া-মীরপাড়া গ্রামের মৃত মো. গনি মিয়ার ছেলে।

এ ঘটনায় মনিরের ছোট ভাই আইন উদ্দিন ১২ এপ্রিল রাতে আসামি হিসেবে ১৪ জনের নাম উল্লেখ করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন একমাত্র নারী আসামি লুৎফাকে বাদ দিয়ে বাকি ১৩ আসামির বিরুদ্ধে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি (সরকারি কৌঁসুলি) অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, যাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের সবার সাজা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ভিক্ষা করায় বাবাকে হত্যা করলো ছেলে
দৌলতদিয়ায় দুই মামলার আসামিকে কুপিয়ে হত্যা
খিলগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে যুবক নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৫)
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
সর্বাধিক পঠিত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা