মাদারীপুরের শিবচর থেকে ৪টি ককটেল, ১টি গুলি ও ২১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকার কুদ্দস হাওলাদারের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে ওই বাড়ির পেছনে একটি মাঠে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
পুলিশ জানায়, বাড়ির মালিক কুদ্দুস হাওলাদারসহ তার পরিবার মানব পাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় এই বাড়িটি তাদের নজরদারিতে ছিল। গত রাতে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বাড়িতে কিছু লোক ইয়াবা সেবন ও বিক্রি করছে। খবর পেয়ে গত রাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় ওই বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে ৪টি ককটেল, ১টি গুলি ও ২১৫ পিস ইয়াবা ও কয়েকটি আইডি কার্ড, ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ দুপুরে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন। এ বিষয়ে ৩টি মামলা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তবে পুলিশ আরও জানায়,বাড়িতে ওলিয়ার খান নামে একজন যুবকের আইডি কার্ড, প্রেস কার্ড ও মেডিক্যাল কাগজপত্র উদ্ধার করা হয় ও ঘটনার রহস্য উদঘাটন করতে তাকে খোঁজা হচ্ছে। আশা করা যায় দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন হবে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এই বাড়িতে আমরা যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে বাড়ির প্রতিটি কক্ষের তালা ভেঙে ভেতরে সার্চ করি। প্রতিটি রুমে মাদক কেনাবেচার আলামত পাই। পরে ৪টি ককটেল, ১টি গুলি, ২১৫ পিস উদ্ধার করি। বোম ডিসপোজাল ইউনিটে চিঠি দেওয়া হয়। তাদের সহায়তায় বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এ বিষয়ে তিনটি মামলা হয়েছে। একজনকে শনাক্ত করা হয়েছে। তার নাম ওলিয়ার। সে এই বাড়ির প্রতিটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর বাসার মালিক তিনি বিদেশে অবস্থান করছেন। আমরা প্রাথমিকভাবে এমনটাই জানতে পেরেছি।’