X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০২৫, ০০:০২আপডেট : ১০ মে ২০২৫, ০০:০২

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র নেতাকর্মীরা। এতে মহাসড়কের প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৯ মে) রাতে মহাসড়কের সাইনবোর্ড এলাকার ঢাকামুখি লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টা থেকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ শুরু হয়। এখন পর্যন্ত সেই বিক্ষোভ চলছে। সড়ক অবরোধের ফলে এক লেনের যান চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নীরব রায়হান বাংলা ট্রিবিউনকে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা মহাসড়ক অবরোধ করেছি। বিকালে সোনারগাঁয়ের মোগড়াপাড়া অংশ, এরপর চিটাগাং রোডের অংশ ও সর্বশেষ মহাসড়কের সাইনবোর্ড অংশ অবরোধ করেছি। মহাসড়কের চিটাগাং রোড থেকে ঢাকামুখি লেন অবরোধ করেছি। কিছুক্ষণ পর মহাসড়কের দুপাশ অবরোধ করার পরিকল্পনা রয়েছে। আমাদের দাবি আদায় না হওয়ার পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে। 

আন্দোলনে অংশ নেওয়া আনাম হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, এই খুনি হাসিনার দলকে নিষিদ্ধ করতে হবে। তারা আমার ভাইদেরকে হত্যা করেছে। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, শিক্ষার্থীরা বিকাল থেকে আন্দোলন শুরু করেছে। রাতে তারা সাইনবোর্ড অংশের একটি লেন অবরোধ করেছে। এতে যানজট মদনপুর পর্যন্ত চলে এসেছে, যা আনুমানিক প্রায় ৬-৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মহাসড়ক অবরোধের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমরা ছাত্রদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

/এফআর/
সম্পর্কিত
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু
নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!