X
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

গাজীপুর প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ১৪:২১আপডেট : ১৫ জুন ২০২৫, ১৪:২১

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেন দলের একাংশের নেতাকর্মীরা। এ সময় ঘোষিত কমিটির নেতাকর্মীরা তাদের বাধা দিলে দুই গ্রুপের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

রবিবার (১৫ জুন) দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি দলীয় সূত্র জানায়, শনিবার (১৪ জুন) দুপুরে কালিয়াকৈর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, ১ নম্বর আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী আহমেদ সিদ্দিকীর স্বাক্ষরিত দলীয় প্যাডে ওই সব অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটি অনুমোদনের পর থেকেই কালিয়াকৈর উপজেলা বিএনপির একাংশ ওই কমিটিকে প্রত্যাখ্যান করে। এর জেরে রবিবার দুপুরে তারা উপজেলার সাহেব বাজারে পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

এদিকে, নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে অপর একটি অংশ এদিন সকালে বিজয় মিছিল করে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষের নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করে। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কালিয়াকৈরের সাহেব বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সাহেব বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও তার আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তবে এ ঘটনায় কোনও পক্ষের নেতাকর্মী আটক হয়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের ১৪ম দিনের বৈঠকে ঐকমত্য কমিশন
অটোরিকশাচালককে মারধর করায় বিএনপি নেতার পদ স্থগিত
কারামুক্ত নেতার সংবর্ধনায় এসে বিএনপি নেত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
বিএমইউতে ৫০০ রোগীকে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা
বিএমইউতে ৫০০ রোগীকে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা
শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
দুবাইতে যেসব ছবি তুললে জরিমানা হতে পারে কোটি টাকা
দুবাইতে যেসব ছবি তুললে জরিমানা হতে পারে কোটি টাকা
তত্ত্বাবধায়কের রায়ে সন্তুষ্ট, অসঙ্গতি নিয়ে এ মাসেই আপিল করবো: বদিউল আলম
তত্ত্বাবধায়কের রায়ে সন্তুষ্ট, অসঙ্গতি নিয়ে এ মাসেই আপিল করবো: বদিউল আলম
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩৩ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩৩ লাখ টাকার ইলিশ
গ্রিনকার্ড রক্ষায় ছুটলেন শাকিব খান
গ্রিনকার্ড রক্ষায় ছুটলেন শাকিব খান
শক্তিশালী হচ্ছে টাকা, তবু চড়া দামে কেন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
শক্তিশালী হচ্ছে টাকা, তবু চড়া দামে কেন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত মুনাফার প্রলোভন: লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত মুনাফার প্রলোভন: লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল
সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল