X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গাজীপুরে কারারক্ষী হত্যার ঘটনায় আটক হিমেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

গাজীপুর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৬, ১৮:২০আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৮:২০

গাজীপুরে কারারক্ষী হত্যার ঘটনায় আটক হিমেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

গাজীপুরে গুলি করে কারারক্ষী হত্যার ঘটনায় গ্রেফতার হিমেলকে তিনদিনের রিমান্ডে নিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। খুব শিগগিরই কারারক্ষী খুনের ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে দাবি করেছে জেলা পুলিশ।

গাজীপুরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তদন্তের অনেক কিছুই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আমরা শুধু মামলার বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছি না। পুলিশের তদন্ত দল অপরাধ বিষয়ক সব পথকে মাথায় রেখে এগিয়ে যাচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে অপরাধের নানা বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি। খুব শিগগিরই প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সচেষ্ট হবো। পুলিশের পক্ষে মামলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। মামলাটি মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা আমীর হোসেন জানান, খুনের মামলায় এজাহারভুক্ত আসামি হিমেলের ১০ দিনের রিমান্ড চেয়ে বুধবার গাজীপুর আদালতে আবেদন করা হয়। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়তে পারেন : নিজামীর রিভিউ নিয়ে জামায়াতের মরণ কামড়!

তিনি আরও বলেন, আমরা এই পর্যন্তই থেমে থাকিনি। এই ঘটনায় অন্য কোনো সূত্র রয়েছে কি না সেটিও গুরুত্ব সহকারে দেখছি। এজাহারভুক্ত অন্য সব আসামিদের গ্রেফতারের জন্য সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালিয়েছি। এ অভিযান অব্যাহত রয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মিজানুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করবে পুলিশ। তবে রুস্তম আলীর সঙ্গে কারাগারের ভেতর কার-কী রকম সম্পর্ক ছিল, তার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন এবং যেহেতু তিনি একটি এলাকার বাসিন্দা ছিলেন তার সঙ্গে যাদের চলাফেরা ছিল সেই সব মানুষ এবং তাদের সঙ্গে রুস্তম আলীর সম্পর্কের বিষয়ও জানার চেষ্টা করছি।

নিহত কারারক্ষীর ভাই শাহ আলম জানান, আমার ভাই একেবারে নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন।

আরও পড়তে পারেন : সাত খুনের দুই বছর: সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কায় নিহতদের পরিবার

প্রসঙ্গত, ২৫ এপ্রিল বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কাছে এলপিআরে থাকা কারারক্ষী রুস্তম আলীকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় সোমবার রাতে তার স্ত্রী নাছরিন আক্তার বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় এজাহারভূক্ত আসামি হিমেলকে তার বাসস্থান গাজীপুর মহানগরের দেউলিয়াবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সর্মথকদের ‘সরি’ বলেছেন তাসকিন
সর্মথকদের ‘সরি’ বলেছেন তাসকিন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭
বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭
ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে দিশেহারা আফগান অভিবাসীরা
ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে দিশেহারা আফগান অভিবাসীরা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’