X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ার মোকামে চালের দাম বেড়েছে

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৮

কুষ্টিয়ার মোকামে চালের দাম বেড়েছে

দেশের বৃহত্তর চালের মোকাম কুষ্টিয়ার খাজা নগরে বেড়েই চলেছে চালের দাম। সম্প্রতি চালের এমন মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় প্রশাসন ব্যবসায়ীদের ডেকে দাম কমানোর আলটিমেটাম দিলেও তাতে সাড়া দেননি ব্যবসায়ীরা। উল্টো সব ধরনের চালের দাম কেজিপ্রতি দুই টাকা বেড়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার মোকামে যে মিনিকেট চাল ৫৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল সেই  বর্তমানে তা ৫৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কাজল লতা ও আটাশসহ অন্য চালও কেজিপ্রতি এক থেকে দেড় টাকা বেড়েছে। থেমে নেই মোটা চালের দামও। গত কয়েক দিনের ব্যবধানে মোটা চাউলের দাম কেজি প্রতি দুই টাকা বেড়েছে। এদিকে চালের দাম বাড়ার কারণে সোমবার (১১সেপ্টেম্বর) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত খাজানগরের কয়েকটি চালের গুদামকে জরিমানা করেছে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অতিরিক্ত মুনাফা লাভের আশায় ধান ও চাল মজুদ করার অভিযোগে স্থানীয় রশিদ এগ্রো ফুডের মালিক আব্দুর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একই সঙ্গে তাকে সর্তক করা হয়।

স্থানীয় চাল ক্রেতা হাসিবুর রহমান জানান, গত সপ্তাগে যে চাউল ২৪শ’ টাকা বস্তা কিনেছি। গতকাল সেটি ২৬শ’ টাকায় কিনতে হয়েছে। হঠাৎ চালের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে তিনি ক্ষোভ প্রকাশ করনে।

খাজানগরের চালকল মালিক লিয়াকত হোসেন জানান, চিকন জাতের ধানের বেশি সঙ্কট। ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় চিকন চালের কদর রয়েছে। ধানের দাম বাড়ছে দফায় দফায়। এতে চালের দাম নতুন করে বাড়তির দিকে।

কুষ্টিয়া চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান জানান, মিল মালিকদের কিছুই করার নেই। কৃষকের ঘরে ধান নেই। দেশে চরম ধানের সঙ্কট চলছে। তাই ধান কেনার ক্ষেত্রে মিলাররা দাম দেখছে না। মিল চালু রাখার জন্য যে যা দাম বলছে মিলাররা সেই দামেই ধান কিনে নিতে বাধ্য হচ্ছেন।

তিনি আরও জানান, শুধু দেশে নয়, বাইরেও চালের দাম বৃদ্ধি পেয়েছে। আমদানি করা চালের দামও কেজিতে ২ টাকা বেড়ে গেছে। যার প্রভাব পড়েছে দেশের চালের বাজারে।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হাবিবুর রহমান বলেন, চালের বাজার স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের অভিযান শুরু হয়েছে। বাজার মনিটরিং করা হচ্ছে। চালের দাম বাড়ার প্রমাণ পাওয়া গেলে মিল মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়তে পারেন: দুই নব্য জেএমবির বিরুদ্ধে মামলা: হাজির না হওয়ায় পাঁচ সাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা



 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে