X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এমপি হ্যাপীর মেয়েকে ছুরিকাঘাত: আটক নেই

বাগেরহাট প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ১৯:২০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৯:৩২





এমপি হ্যাপী বড়ালের মেয়ে অদিতি বড়াল বাগেরহাটে সংরক্ষিত মহিলা আসনের এমপি হ্যাপী বড়ালের মেয়ে অদিতি বড়ালের (২৯) ওপর ছুরিকাঘাতের ঘটনার পর ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় এখনও বাগেরহাট মডেল থানায় কোনও মামলাও হয়নি।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন,‘অদিতি বড়ালের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। ফুটেজে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। তবে মাঠ পর্যায়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি আমরা দ্রুত আটক করতে পারবো। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলাও দায়ের হয়নি। আহত অদিতি ও তার পরিবারকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে।’

এমপি হ্যাপী বড়াল বলেন,‘চব্বিশ ঘণ্টা পার হলেও এখনও পুলিশ কাউকে আটক করতে পারেনি। এটা পুলিশের ব্যর্থতা। এর আগে গত ২২ মে হামলা হয়েছিল। রাতে বাসার জানালা দিয়ে সন্ত্রাসীরা ছুরি ছুড়ে মেরেছিল। যা অদিতির পায়ে এসে লাগে। ২৩ মে আমরা মামলা করেছিলাম। কিন্তু পুলিশ কোনও সাফল্য দেখাতে পারেনি। একজন এমপি হিসেবে যদি নিরাপত্তা না পাই, তাহলে সাধারণ মানুষের কি হবে?’

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন বলেন, ‘আগের মামলার পর আমামি গ্রেফতার করে রিমান্ডেও নেওয়া হয়। কিন্তু কোন ক্লু পাওয়া যায়নি। সেই মামলাটি এখনও তদন্ত চলছে।’

শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে শহরের আমড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে মহিলাদের নিয়ে আয়োজিত সমাবেশে সংরক্ষিত মহিলা এমপি হ্যাপি বড়াল ও তার মেয়ে অদিতি বড়াল অংশ নেন। সন্ধ্যা ৭টার দিকে সমাবেশ থেকে বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠার সময় অজ্ঞাত এক যুবক অদিতি বড়ালের পেটে ছুরি মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করান।

২০০০ সালে অদিতি বড়ালের বাবা কালিদাস বড়ালকে শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি চিতলমারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ছিলেন।

আরও পড়তে পারেন: বাগেরহাটে সংরক্ষিত আসনের এমপি’র মেয়েকে ছুরিকাঘাত

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের