X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘বিএনপি ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চল খুনির জনপদে পরিণত হয়’

বাগেরহাট প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ০০:৩৭আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ০৩:৩১

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন শীতবস্ত্র বিতরণ করছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, ‘বিএনপি জোট ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চল খুনির জনপদে পরিণত হয়। মানুষ ভয়ে ঘর থেকে বের হতে পারে না। তাদের সন্ত্রাসী বাহিনীর হাত থেকে নিজেদের দলীয় নেতাকর্মীরাও রক্ষা পায় না।’ শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে বাগেরহাট পৌরসভা অডিটরিয়ামে পৌরসভার আয়োজনে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হেলাল উদ্দীন বলেন, ‘আওয়ামী লীগের আমলে সব মানুষ শান্তিতে থাকে। এখন কোনও মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না। পৌর মেয়রের সঙ্গে আমি আরও সহযোগিতা করবো যাতে পৌরসভার প্রত্যেকটা ঘরে ঘরে কম্বল পৌঁছে দেওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে মৃত মোংলা বন্দরের জীবন দান করেছে। রূপসা নদীর ওপর খানজাহান আলী সেতু নির্মাণ করেছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও বিমানবন্দর নির্মাণাধীন রয়েছে। এসব বিবেচনা করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে হবে। তাহলে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।’

পৌর মেয়র হাবিবুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদর আসনের এমপি আলহাজ অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মাহফুজুর রহমান, চিতলমারী উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান শামীম, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক বাকি তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলামসহ আরও অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ