X
বুধবার, ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ভাষা আন্দোলনে মিছিল করতে হবে শুনে উদ্বিগ্ন ছিলাম: মাজেদা আলী

হেদায়েৎ হোসেন, খুলনা
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৮

ভাষা সৈনিক বেগম মাজেদা আলী ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বেতারে খবর আসলো ঢাকায় ছাত্রদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। কয়েকজন ছাত্র শহীদ হয়েছেন। এর প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে আন্দোলনের ডাক দেওয়া হয়। এর ধারাবাহিকতায় খুলনায়ও মিছিল হবে। ছাত্রীদেরও মিছিল করতে হবে। এ খবরে প্রথমে একটু ঘাবড়ে গেলাম। ভীত ও উদ্বিগ্ন হলাম। পরে বিষয়টি সামলে নিয়ে মিছিলের জন্য প্রস্তুতি নেই। আগে মিছিল করার অভিজ্ঞতা না থাকায় এম নুরুল ইসলামের কাছ থেকে ধাপে ধাপে এগুলো শিখে নেই।’ ভাষা আন্দোলনের স্মৃতিচারণের সময় এভাবেই কথাগুলো বলেছেন ভাষা সৈনিক বেগম মাজেদা আলী।

মাজেদা আলী বলেন, ‘ভাষা আন্দোলনের সময় আমি আর কে গার্লস কলেজের (বর্তমানে বয়রা মহিলা কলেজ) ছাত্রী ছিলাম। ভাষা আন্দোলনের সময় আমাদের ক্লাস হতো বর্তমান করোনেশন স্কুল ভবনে। তৎকালীন সময় আমরা করোনেশন স্কুলের হোস্টেলে থাকতাম।’

তিনি আরও বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের ওপর গুলির খবরের পর সন্ধার দিকে কলেজের হোস্টেল গেটে মানুষ জড়ো হয়। ছাত্রী থাকা অবস্থায় রেলওয়ে স্কুলে ক্লাস নেওয়ার সুবাধে শুধু আমিই হোস্টেল থেকে বের হতে পারতাম। তাই স্বাভাবিকভাবেই খোঁজ নিতে কলেজ গেটে বের হই। তখন বিএল কলেজের ছাত্রনেতা গাজী শহীদুল্লাহ, এম নুরুল ইসলাম, আবু মোহাম্মাদ ফেরদাউস, একেএম শামসুদ্দিনসহ বেশ কয়েকজনের কাছ থেকে ঢাকার খবরটি জানতে পারি।’

ভাষা সৈনিক মাজেদা আলী বলেন, ‘আন্দোলনের ধারাবাহিকতায় গাজী শহিদুল্লাহ, এম নুরুল ইসলাম দাদুসহ কয়েকজন ফেস্টুন লেখার জন্য কাগজ, কালি দিয়ে যান। ২১ ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। ওইদিন রাত জেগে সুলতানা, সুফিয়া, পেয়ারা, জলি মিলে ব্যানার লিখি। পরদিন কলেজ বন্ধ থাকায় বাড়ি বাড়ি গিয়ে ছাত্রীদের মধ্য জনমত সৃষ্টি করা হয়। শনিবার ২৩ ফেব্রুয়ারি ভোরে কলেজের ম্যাডামের কাছ থেকে চাবি নিয়ে বলি কলেজে ধর্মঘট, যেতে হবে না। আপনি বাসায় রেস্ট নেন। এরপরে কয়েকজন কলেজ গেটে ছাত্রীদের জড়ো করতে থাকি। কাছে ব্যানার ফেস্টুন খাকায় বাকি মেয়েরা হোস্টেল থেকে বের হয়নি। সকাল ৯টায় মেয়েরা পেছন গেট দিয়ে হোস্টেল থেকে বের হয়। এরপর মিছিল শুরু হয়। মিছিলে ৭০০ থেকে ৮০০ ছাত্রী অংশ নেয়। মিছিলে স্লোগান দিয়েছিলেন খুকু, রত্না ও কৃষ্ণাসহ অনেকে। মিছিলটি নিয়ে হাদীস পার্কের বাম দিকের একটি উঁচু মঞ্চে গিয়ে সমাবেশ করা হয়।’

খুলনা ভাষা আন্দোলনের অন্যতম স্পট তৃপ্তি নিলয় সম্পর্কে তিনি বলেন, ‘তৃপ্তি নিলয় ভাষা আন্দোলনের কেন্দ্রবিন্দু। সব ধরনের সিদ্ধান্ত সেখান থেকেই হতো। মেয়ে হওয়ার কারণে সেখানে যাওয়া হতো না। তবে সেখান থেকে নেওয়া সব ধরনের সিদ্ধান্ত জেনেই আন্দোলনের রূপ রেখার সঙ্গে চলতাম।’ ভাষা সৈনিক বেগম মাজেদা আলী

মাজেদা আলী বলেন, ‘আমার স্বামী জাতীয় সংসদের সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী তখন সাংবাদিকতা করতেন। তাই ভাষা আন্দোলনে তার পরোক্ষ ভূমিকা থাকলেও প্রকাশ পায়নি।’
তিনি বলেন, ‘ভাষা আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য মোটেই বাস্তবায়ন হয়নি। দেশে বাংলা ভাষা চর্চা হচ্ছে না। পরিবার থেকে শুরু করে স্কুল কলেজ সব জায়গায় বাংলা ভাষা চর্চা প্রয়োজন।’

উল্লেখ্য, ভাষা সৈনিক বেগম মাজেদা আলী ১৯৩৬ সালের ২৮ আগস্ট মহানগরীর ফারাজীপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম শেখ আব্দুল জব্বার এবং মা মোসাম্মৎ দৌলত উন নেসা। তিনি সাবেক স্পিকার অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলীর স্ত্রী। তিনি খুলনা মহিলা সমিতি, মহিলা সমবায় সমিতি, দুঃস্থ নারী পুনর্বাসন কেন্দ্র, বনফুল মহিলা ও শিশু কল্যাণ সমিতি, গার্লস গাইড সমিতি, লেখিকা সংঘ, জাতীয় যক্ষা নিরোধ সমিতি, জাতীয় সমাজ কল্যাণ পরিষদসহ নারী জাগরণের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মোবাইলে কথা বলতে বলতে’ ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
‘মোবাইলে কথা বলতে বলতে’ ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
এই গরমে ত্বক শীতল রাখতে যেসব মাস্ক ব্যবহার করবেন
এই গরমে ত্বক শীতল রাখতে যেসব মাস্ক ব্যবহার করবেন
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
গাজায় আগ্রাসন বৃদ্ধির কারণে ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত করলো ব্রিটেন
গাজায় আগ্রাসন বৃদ্ধির কারণে ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত করলো ব্রিটেন
সর্বাধিক পঠিত
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩
ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
এজলাসের ভিডিও ভাইরাল: বিচারককে আইনের আওতায় আনার দাবি
এজলাসের ভিডিও ভাইরাল: বিচারককে আইনের আওতায় আনার দাবি