X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

গাজায় আগ্রাসন বৃদ্ধির কারণে ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত করলো ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৫, ০৯:৩৪আপডেট : ২১ মে ২০২৫, ০৯:৩৬

গাজায় চলমান পরিস্থিতির কারণে একে একে মিত্রদের সমর্থন খোয়াচ্ছে ইসরায়েল। মঙ্গলবার (২০ মে) ব্রিটেনের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত এবং পশ্চিম তীরের ইসরায়েলি সেটেলারদের ওপর বাড়তি নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে লন্ডন। একইদিনে, ব্রিটেনে নিয়োজিত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, গাজায় মানবিক পরিস্থিতির চরম অবনতি হয়েছে। আমরা এসময় চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারি না। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের নীতির সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ হবে না। তাই, আমি ঘোষণা করছি, ইসরায়েলি সরকারের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা স্থগিত করা হলো।

গত সপ্তাহে গাজায় অভিযানের মাত্রা বৃদ্ধির ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে, পুরো গাজার নিয়ন্ত্রণ নেয়ার খায়েশ প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মার্চ থেকে গাজায় খাদ্য, ওষুধ ও পানি প্রবেশে বাধা দিয়ে আসছে ইসরায়েল। তাদের অভিযোগ, এসব রসদ লুট করে নিজেদের পুনর্গঠনে ব্যবহার করছে হামাস। তবে তাদের অভিযোগের তোয়াক্কা না করে আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে গাজায় মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

এর আগে, সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা বৃদ্ধির সমালোচনা করেছে ব্রিটেন, ফ্রান্স এবং কানাডা। নতুন অভিযান বন্ধ না করলে তেল আবিবের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে এই ত্রয়ী। এছাড়া, অবিলম্বে ত্রাণ অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।

পার্লামেন্টের বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইসরায়েলের আগ্রাসন বৃদ্ধি নিয়ে আমরা আতঙ্কিত। আমার এই কথা রেকর্ডে রাখতে চাই।

তিনি বলেন, আমি সবাইকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, জিম্মিদের মুক্ত করতে যুদ্ধবিরতি একমাত্র পদ্ধতি। আমরা আবারও মনে করিয়ে দিতে চাই, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনে ব্রিটেনের সমর্থন নেই। আমরা আবারও দাবি জানাচ্ছি, গাজায় যেন ত্রাণ সহায়তা বৃদ্ধি করা হয়।

/এসকে/
সম্পর্কিত
সিরিয়ার এইচটিএস গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
অবৈধভাবে পালিত ১৮টি সিংহ জব্দ করলো পাকিস্তান
বরখাস্তের কয়েক ঘণ্টা পর পুতিনের সাবেক পরিবহনমন্ত্রীর ‘আত্মহত্যা’
সর্বশেষ খবর
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের