X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

খুলনায় ২০ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

খুলনা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ২২:০৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২২:০৭

 

খুলনা সিটি করপোরেশন নির্বাচন খুলনায় ৫১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে ২০ দলীয় জোট। বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে বিজয়ী করার লক্ষ্যে এই কমিটি করা হয়েছে। সোমবার (২৩ এপ্রিল) বিকালে নগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত জোটের এক সভায় এই কমিটি গঠন করা হয়।

মঞ্জুর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এস এম শফিকুল আলম মনাকে আহ্বায়ক ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহ আলমকে সদস্যসচিব করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মঞ্জুর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এস এম শফিকুল আলম মনা।

সভায় উপস্থিত ছিলেন কেসিসি নির্বাচনের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসাইন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মুসলিম লীগের সভাপতি সিরাজুল ইসলাম, বিজেপির নগর সভাপতি লতিফুর রহমান লাবু, পিপলস লীগের নগর সভাপতি ডা. সৈয়দ আফতাব হোসেন, জেপির নগর সভাপতি মোস্তফা কামাল, জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান, খেলাফত মজলিসের নগর সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ জুবায়ের, বিজেপির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু, মুসলিম লীগের সাধারণ সম্পাদক আখতার জাহান রুকু, জামায়াতের সহকারী সেক্রেটারি শাহ আলম ও খান গোলাম রসুল, শিবিরের মহানগর সভাপতি মো. হাবিবুর রহমান। সভায় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাহারুজ্জামান মোর্ত্তজা, এজাজ খান ও ফখরুল আলম।

এছাড়া খুলনা সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্র থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কনভেনর এবং জোটের শরীক দল নেতা ব্যারিস্টার মোহাম্মদ ফরহাদ ও সৈয়দ মঞ্জুর হোসেন ঈসার সমন্বয়ে গঠিত কমিটিকে সহায়তার জন্য খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসাইন এবং বিজেপির নগর সভাপতি লতিফুর রহমান লাবুকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া ৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে জোটের শরীক দলসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকরা রয়েছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ