X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

খুলনা-৪ উপ-নির্বাচনে এককপ্রার্থী সালাম মুর্শেদী

খুলনা প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৮, ২১:২১আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ২২:৪৭

মনোনয়নপত্র দাখিল করছেন সালাম মুর্শেদী খুলনা-৪ আসনে (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। রবিবার (২৬ আগস্ট) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ আসনে একটি মাত্র মনোনয়নপত্র দাখিল করা হয়। আরও দুই জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও তারা জমা দেননি। এরফলে এই উপ-নির্বাচনে একক প্রার্থী সালাম মুর্শেদীই। খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও খুলনা-৪ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত আব্দুস সালাম মুর্শেদী মনোনয়নপত্র দাখিল করেন। নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় পার্টির এস এম আনিসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেননি।’ তিনি আরও বলেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত দিন ৪ সেপ্টেম্বর।’

রবিবার  সালাম মুর্শেদীর মনোনয়নপত্র  দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসির নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, বিসিবির পরিচালক শেখ সোহেল, সাবেক এমপি মোল্লা জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামাল, আক্তারুজ্জমান বাবু, হুমায়ূন কবীর ববি, শেখ মো: আকবর আলী, মুন্সী মাহবুব আলম সোহাগ, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল প্রমুখ।

উল্লেখ্য, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা ২৬ জুলাই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর খুলনা-৪ আসন শূন্য হয়। এ অবস্থায় এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ আসনে ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ করার জন্য নির্ধারিত রয়েছে।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার