X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখনও ৩২ জেলে নিখোঁজ

মোংলা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০০

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখনও ৩২ জেলে নিখোঁজ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের মধ্যে আরও ৩৯ জনের খোঁজ পাওয়া গেছে। তারা ভারতের জলসীমা ঝাউতলা থেকে রবিবার (২৩ সেপ্টেম্বর) সকালে রওনা হয়েছেন বলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানিয়েছেন। এদিকে গত বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন জেলে নিখোঁজ রয়েছেন। ঝড়ের কবলে পড়ে তারা দিক হারিয়ে ফেলেন।

এদিকে এ ঘটনায় নিখোঁজ হওয়া আরও ১৫ জেলে ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনার কাকদ্বীপের পার্থপতিম থানায় আটক আছেন। তাদের জলসীমা লঙ্ঘন করে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে সেখানকার কেন্দ্রীয় কারাগার আলীপুরে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন এসআই মিলন দাস।

ভারতীয় এই পুলিশ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতীয় জেলেদের মাধ্যমে এই ১৫ বাংলাদেশি জেলেদের শনিবার (২২ সেপ্টেম্বর) আটক করা হয়েছে।’ এদের মধ্যে পটুয়াখালী জেলার মহিপুরের সুলতান, ছগির, শাজাহান, আবু সুফিয়ান ও আনছারের পরিচয় জানাতে পেরেছেন ভারতীয় ওই পুলিশ কর্মকর্তা।

তবে ভারতের জেলেদের কাছে আরও ৯ জেলে আছেন বলে দাবি করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া আরও জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী।’

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লা আল মাহমুদ ও নৌবাহিনীর দিগরাজ ঘাঁটির মিডিয়া উইং ফরিদ আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, কোস্টগার্ডের সুপতি, কচিখালী, কটকা, দুবলা ও শরণখোলার পাঁচটি স্টেশন এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ “বিএনএস কপোতক্ষ” সাগরে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ১৫টি ট্রলারসহ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার ঝড়ের কবলে পড়ে শতাধিক জেলে নিখোঁজ হন।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ