X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বস্তায় সবজি চাষে সাফল্যের হাসি হাসিনার

মো. আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৯

পথ দেখাচ্ছে হাসিনার বস্তায় সবজিক্ষেত (ছবি– প্রতিনিধি)

বাড়ির আঙ্গিনার একপাশে মাটি, ইটের খোয়া, পচা গোবর, ছাই ও শুকনো পাতাভর্তি বড় বড় সিনথেটিক বস্তা বা ব্যাগ দাঁড় করিয়ে রাখা। এক একটা বস্তা বা ব্যাগ এক একটি সবজির ‘ক্ষেত’। এসব ক্ষেতে শাক, লাউ, মিষ্টিকুমড়া, চালকুমড়া, ঢ্যাঁড়স, বেগুন লাগিয়েছেন হাসিনা। এমনকি, মরিচ, পেঁয়াজ, রসুন বা ধনেপাতা চাষও বাদ রাখেননি। এই সবজি ক্ষেত থেকে হাসিনার রান্নাঘরের চাহিদা মেটে। শুধু তাই নয়, এখান থেকে সবজি যায় স্থানীয় বাজারে। তাতেও বেশ কিছু টাকা আসে; যা তার সংসার ও সন্তানের পড়াশুনায় লাগে।

হাসিনার পুরো নাম হাসিনা খাতুন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্যামনগর ইউনিয়নের জাওয়াখালী গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী।

হাসিনার সঙ্গে আলাপে জানা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে তেমন কোনও ফসলই হয় না। ২০০৯ সালের মে মাসের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবের পর এ অঞ্চলে লবণাক্ততার প্রভাব অনেক বেড়েছে। এ অবস্থায় রান্নাঘরের চাহিদা মেটাতে ব্যাগে সবজি চাষ শুরু করেন তিনি।

তিনি জানান, বস্তা পদ্ধতির সবজি চাষে খরচ কম। জায়গা কম লাগে; রোগবালাইয়েরও যন্ত্রণা নেই। আবার ফলনও বেশি হয়। এতে নিত্য প্রয়োজন মেটানোর পর এ পদ্ধতির সবজি চাষে তার লাভও খারাপ হয় না।  

ঠিক কবে থেকে এভাবে সবজি চাষ করছেন তা ভুলে গেছেন বলে জানান হাসিনা। তবে গত কয়েক মাস থেকে ভালোই লাভ হচ্ছে বলে জানান তিনি। বর্তমানে ১৫টি বস্তায় পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, লালশাক, ফুলকপি, মুলাসহ অন্য সবজি চাষ করেছেন তিনি।

খরচের ব্যাপারে হাসিনা জানান, ৭০-৮০ টাকায় বস্তা কেনেন। এরপর প্রতি বস্তায় মাটি, ভার্মি কম্পোস্ট (কেঁচো কম্পোস্ট) ৩ কেজি, গোবর, মুরগির বিষ্টা ভরেন; সঙ্গে পর্যাপ্ত পানিও দেন। এরপর সবজির বীজ বা চারা লাগিয়ে ২-৩ দিন অন্তর বস্তায় পানি দেন, দুই লিটার করে। এভাবে কিছু দিন গেলে শাক বা সবজি খাওয়া বা বিক্রির যোগ্য হয়ে উঠে।

এভাবে সবজি চাষের ধারণা কোথায় পেলেন, এ প্রশ্নের জবাবে হাসিনা বলেন, শ্যামনগর সদরে নকশীকাঁথা মহিলা সংগঠনের একজন সদস্য হিসেবে ভিএসও বাংলাদেশ অপশন প্রকল্পের আওতায় বিগ লটারি ফান্ডের অর্থায়নে এ পদ্ধতিতে সবজি চাষের প্রশিক্ষণ নেন তিনি এবং পরে সবজি চাষ শুরু করেন। ভয় ছিল সফল হওয়া নিয়ে। কিন্তু এখন সে ভয় কেটে গেছে। আগামীতে চাষের পরিধি আরও বাড়াবেন।

হাসিনা জানান, তার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে তার বাবার ভিটায় একমাত্র ছেলেকে নিয়ে থাকেন। তিনি মূলত দর্জির কাজ করেন। পাশাপাশি বস্তায় সবজি চাষও করেন।

নিজেকে সফল চাষি দাবি করে হাসিনা বলেন, ‘আমার দেখাদেখি এলাকায় বেশ কয়েকজন চাষি বস্তায় সবজি চাষ শুরু করেন। এটা দেখে আমার খুব ভালো লাগে। যেহেতু খরচ কম, আশা করি, সবাই লাভবান হবে।’

হাসিনার দেখাদেখি সবজি চাষ শুরু করেছেন একই গ্রামের দেবাশিষ মালো। তিনি ২০টি বস্তায় ফুলকপি, লাউ, অ্যালোভেরা, টমেটোসহ অন্য সবজি চাষ করেছেন। দেবাশিষ মালো জানান, প্রতিটি বস্তায় মাটি, জৈবসার, টিএসপি, ইউরিয়া সার দিয়েছেন তিনি। প্রতি সপ্তাহে পানি দিয়ে থাকেন।

খোঁজ নিয়ে দেখা যায়, শুধু দেবাশিষ নয়; হাসিনার দেখাদেখি শ্যামনগর ইউনিয়নের আরও অনেকেই বস্তা পদ্ধতিতে সবজি চাষ করছেন।

শ্যামনগর নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী বলেন, ‘উপজেলায় সব ইউনিয়নেই লবণ পানিতে চিংড়ি চাষ হয়ে থাকে। তবে সবজি চাষটা কষ্টকর। এক্ষেত্রে বস্তা পদ্ধতিতে সবজি চাষ নতুন আশা দেখাচ্ছে চাষিদের।’

তিনি আরও বলেন, ‘নকশীকাঁথার অপশন প্রকল্পের আওতায় চাষিদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে। এবছর শ্যামনগর সদরের বেতাঙ্গি ও জাওয়াখালী গ্রামের কয়েকজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামীতে আরও বড় আকারে প্রশিক্ষণ দেওয়া হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বশেষ খবর
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের