X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ডাক্তার সংকটে সাতক্ষীরার কলারোয়া হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৯, ০৩:৩০আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০৩:৩০



ডাক্তার সংকটে সাতক্ষীরার কলারোয়া হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ডাক্তার সংকট চরমে পৌঁছেছে। একমাত্র সরকারি এই ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৩৪ জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে মাত্র দুজন ডাক্তার দিয়ে চিকিৎসাসেবা চলছে। এতে রোগীরা ভোগান্তিতে পড়ছেন। মাসের পর মাস এমন বেহাল অবস্থা চললেও সমাধানের আলো দেখা যাচ্ছে না এই হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সহকারী সার্জন, মেডিক্যাল অফিসার, ডেন্টাল সার্জন, বিশেষজ্ঞ চিকিৎসক, গাইনি ও শিশু চিকিৎসক, ১২টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসারসহ অন্যান্য বিভাগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট পদ রয়েছে ৩৪টি। এরমধ্যে বর্তমানে চারজন কর্মরত আছেন। এদের একজন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (টিএইচও), দুজন মেডিক্যাল অফিসার ও একজন বিডিএস ডেন্টাল সার্জন। তবে টিএইচও’কে সর্বদা প্রশাসনিক ও দাফতরিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। আর শুধুমাত্র দাঁতের চিকিৎসায় নিয়োজিত থাকেন ডেন্টাল সার্জন। ফলে মাত্র দুজন মেডিক্যাল অফিসার দিয়েই সামগ্রিক চিকিৎসাসেবা করাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

হাসপাতাল সূত্র আরও জানায়, মাত্র দু’জন চিকিৎসক হলেন আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম ও মেডিক্যাল অফিসার ডা.বেলাল হোসেন। এই দুজন চিকিৎসক নিয়মিত আউটডোর চিকিৎসা, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা, জরুরি বিভাগসহ সামগ্রিক চিকিৎসাসেবা দিচ্ছেন।

মাঝেমধ্যে আউটডোরে রোগীর সংখ্যা অতিরিক্ত হলে দু’জন ডাক্তারের পাশাপাশি টিএইচও’কেও আউটডোরে চিকিৎসাসেবা দিতে দেখা যায়। তাদের (ডাক্তার) বিশেষ কারণে ছুটিতে থাকলে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। সবমিলিয়ে এই সরকারি হাসপাতালে ডাক্তার নিয়োগ জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা.শফিকুল ইসলাম বলেন, ‘চিকিৎসক সংকটে রোগীরা যেমন বিড়ম্বনায় পড়ছেন ঠিক তেমনি নিজেরাও ভোগান্তি পড়ছি। এখানে ডাক্তার পদায়নের বিকল্প নেই।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা.কামরুল ইসলাম বলেন, ‘ডাক্তার ছাড়া আমরা চলতে পারছি না। জরুরি ভিত্তিতে এখানে ডাক্তার প্রয়োজন।’

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আদিত্য, জিল্লুর, মৃত্যুঞ্জয়, রেশমাসহ অনেকে জানান- সরকারি হাসপাতালে এসেছেন বড় ডাক্তার দেখাবেন বলে। কিন্তু ডাক্তার সংকট চরমে। হাসপাতাল ছাড়া বর্তমানে প্রাথমিক স্বাস্থ্যসেবা নেওয়ার অন্যতম উপযুক্ত জায়গা হলো ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো।

সাধারণ রোগীরা জানান, হাসপাতালে ওয়ার্ড বয়, নার্স দিয়ে চলছে কাটা-ছেঁড়া ব্যান্ডেজের কাজ। সিজারসহ অন্যান্য অপারেশন বন্ধ রয়েছে। এক্সরে, প্যাথলজি চলছে ধুকে ধুকে।

মাসের পর মাস এই সংকট থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়ার বিষয়টি উদ্বেগজনক। বিষয়টি নিরসনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দায়িত্ববান হওয়ার অনুরোধ জানিয়েছে সচেতন মহল।

/এআর/
সম্পর্কিত
রাসায়নিক দিয়ে পাকানো ৪০০ কেজি আম জব্দ
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ