X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

খুলনার বানিয়াখামার মাদ্রাসা শিক্ষকরা সরকারি নির্দেশনা মানছেন না

খুলনা প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২০, ১৫:০০আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৭:২০

খুলনার বানিয়াখামার মাদ্রাসা শিক্ষকরা সরকারি নির্দেশনা মানছেন না করোনা পরিস্থিতিতেও সরকারের নির্দেশনা অমান্য করে খুলনায় পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসায় অবস্থান নিয়ে অফিস কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষকরা। মাদ্রাসার প্রধান শিক্ষককে বিষয়টিকে তুচ্ছ ঘটনা হিসেবে দেখছেন।

রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে ২০ থেকে ২২ জন শিক্ষক ও স্টাফ কর্মরত আছেন। মাদ্রাসার প্রধান শিক্ষক জানান, সেখানে প্রায় ২৫ জন শিক্ষক ও স্টাফ আছেন। তবে আজ ৫ থেকে ৭ জন অবস্থান করছেন। মাদ্রাসায় প্রবেশ করে কথা বলার পর শিক্ষকরা একে একে বেরিয়ে যান। কিন্তু প্রধান শিক্ষক তার অফিস কক্ষেই অবস্থান নিয়ে কাজ চালিয়ে যান।

মাদ্রাসার সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম জানান, প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতির জন্য মাদ্রাসা অবস্থান করে পরীক্ষার সিলেবাস তৈরির কাজ করা হচ্ছে। এ কারণেই তারা মাদ্রাসা অফিস কক্ষে অবস্থান করতেছে।

খুলনার বানিয়াখামার মাদ্রাসা শিক্ষকরা সরকারি নির্দেশনা মানছেন না মাদ্রাসার অপর সহকারী শিক্ষক পশ্চিম বানিয়াখামার জামে মসজিদের খতিব ইমরান গওয়ারি বলেন, করোনা পরিস্থিতির পর মাদ্রাসা খুললেই পরীক্ষা শুরু। তার প্রস্তুতি হিসেবেই আমরা মাদ্রাসায় অবস্থান করে সিলেবাস তৈরি করছি। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করছি এবং পরীক্ষা গ্রহণ করা হবে।

অভিভাবক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, মাদ্রাসা থেকে শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষার সিলেবাস নেওয়ার আহ্বান জানিয়ে তাকে মাদ্রাসা আসতে বলা হয়েছে। তাই তিনি মাদ্রাসায় এসে ছিলেন।

মাদ্রাসার প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, মাদ্রাসা বন্ধ রয়েছে। তবে অফিসের কিছু কার্যক্রম পরিচালনা করতে মাদ্রাসা সংলগ্ন এলাকার কয়েকজন শিক্ষক অফিসে আসে। এটা তারা নিজ উদ্যোগেই করছেন। আর তিনি নিজেই এই মাদ্রাসার পাঁচ তলায় অবস্থান করছেন। এখানেই তার আবাসিক বাসা। শিক্ষকরা অফিসে আসার কারণে তিনি নিজেও অফিস কক্ষে অবস্থান করছেন।

এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা পর্ষদের পরিচালক বলেন, শিক্ষকদের বেতন-ভাতা, শিক্ষার্থীদের পাঠ্যক্রম নির্ধারণের জন্য আবাসিকে থাকা কিছু শিক্ষক অফিসে বসে কাজ করে থাকতে পারেন।

 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র