X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

পাটকল বন্ধ হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাবে সরকারি সুবিধা

খুলনা প্রতিনিধি
০৩ জুলাই ২০২০, ১৫:২২আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৫:২২

পাটকল



সরকারি সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হলেও এসব মিল কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখা হবে। এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাবে সরকারি সুযোগ-সুবিধা। এছাড়া এসব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ বা এমপিওভুক্ত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে। খুলনা অঞ্চলের পাটকলের আওতায় থাকা ২টি প্রাথমিক বিদ্যালয়, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি মাধ্যমিক বিদ্যালয়সহ ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এ সুবিধার আওতায় আসছে।

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত জানিয়েছেন। তিনি জানান, ‘অতীতে কোনও সরকার শ্রমিকের ভাগ্যোন্নয়নে বা শ্রমিকদের পরিবারের সদস্যদের জন্য এ ধরনের উদ্যোগ নেয়নি। মিল বন্ধ করলেও তারা সামগ্রিকভাবে সবই বন্ধ করে দেয়। কিন্তু এ ক্ষেত্রে নতুন উদাহরণ সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ 
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) খুলনা জোনাল সমন্বয়কারী বনিজ উদ্দিন মিয়া বলেন, পাটকল বন্ধ করা ও শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়েই এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে। পাটকলের কর্মকর্তা-কর্মচারী বা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এখনও সুস্পষ্ট কোনও দিক নির্দেশনা বিজেএমসি থেকে তাকে জানায়নি।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন,  ‘খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে প্রায় ১১ হাজার কোটি টাকা বিজেএমসিকে সরকার ভর্তুকি দিয়েছেন। তারপরও এই মিলগুলো কোনও লাভ তো দূরের কথা আসল টাকারও হদিস নেই। এমনকি শ্রমিকদের ন্যায্য পাওনাও পরিশোধ করা হয়নি। সঙ্গত কারণেই শ্রমিকদের দুর্দশা এবং পাটকলকে আধুনিকায়নের কথা বিবেচনা করে গোল্ডেন হ্যান্ডসেকের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা শ্রম আইন ২০০৬ এর ধারা-২৬ এর উপ ধারা (৩) অনুযায়ী নগদ ও সঞ্চয়পত্রের মাধ্যমে এককালীন পরিশোধ এবং কমবয়সী দক্ষ শ্রমিককে অগ্রাধিকার ভিত্তিতে নতুন মিলে চাকরির সুযোগ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। এমনকি চাকরী বিধি অনুযায়ী প্রাপ্য গ্রাচ্যুইটি, পিএফ তহবিলে জমাকৃত সমুদয় অর্থ ও প্রাপ্য গ্রাচ্যুইটির ওপর নির্ধারিত হারে গোল্ডেন হ্যান্ডশেক সুবিধা দিয়েছেন। এছাড়া কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের যাবতীয় পাওনা অনধিক ২ লাখ টাকার ক্ষেত্রে শতভাগ নগদে এবং ২ লাখের অধিক পাওনার ক্ষেত্রে ৫০ শতাংশ নগদে ও ৫০ শতাংশ তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের বাজেট থেকে প্রচলিত আর্থিক বিধি বিধান অনুসরণ পূর্বক যথা শিগগিরই সম্ভব পরিশোধ করা।’
খুলনা-১ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্উদ্দিন জুয়েল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে লোকসানকৃত রাষ্ট্রায়ত্ত জুটমিল নতুন আঙ্গিকে পিপিপি-এর মাধ্যমে পুনরায় মিল চালু ও শ্রমিকদের টাকা এককালীন পরিশোধ এবং দক্ষ শ্রমিককে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যা খুলনা অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত আবদুল্লাহ
পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত আবদুল্লাহ
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি